নানা সময় ওজন নিয়ে সামাজিকমাধ্যমে বুলিংয়ের শিকার হতে হয় প্রার্থনা ফারদিন দীঘিকে। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও কিছুদিন আগে মুখ খোলেন ‘চাচ্চু’ খ্যাত এই তারকা
ফেসবুকে এক স্ট্যাটাসে দীঘি লেখেন, ‘সবাই আমার ওজন নিয়ে খুব চিন্তিত! তারা আসলে ভুলে গেছেন আমি একজন অভিনয়শিল্পী, যার কাজ মূলত অভিনয় করা; জিম প্রশিক্ষক না। ’
নিজের ওজন নিয়ে মানুষের কটু কথা প্রসঙ্গে ক্যামেরার সামনেও কথা বলেছেন দীঘি।
সেখানে তার ভাষ্য, ‘কয়েক বছর ধরেই শুনছিলাম আমি ফিটনেট সচেতন না। যেটা কিনা সবসময় হয়, সবসময় বলে।