৩৭৫ বোতল ফেন্সিডিল, ৪২ ক্যান বিদেশী বিয়ার এবং ৫ কেজি গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।র্যাব-১১ এর একটি আভিযানিক দল শনিবার (১৩ আগস্ট) সকালে সোনারগাঁয়ে আষাড়িয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাফতারকৃতরা হলো চট্টগ্রাম জেলার ডবলমুড়ি থানাধীন ওলিফজর মেম্বার বাড়ী এলাকার মৃত সামসু হাওলাদার এর ছেলে মো. কবির (৩৪) এবং কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানাধীন অষ্টগ্রাম এলাকার শাহাবুদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম(২৬)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যার জানান, তারা উভয়ই মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে পন্য পরিবহনের আড়ালে মূলত নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল, বিদেশী বিয়ার ও গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।