লহ্মীপুরে ভাইকে হত্যার ভয় দেখিয়ে তার কিশোরী বোনকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জের চরমনসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় একইদিন বিকেলে ওই কিশোরীর খালা আকলিমা বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। গ্রেপ্তার হওয়া আবদুর রশিদের বাড়ি সদর উপজেলার চর মনসা এলাকায়।
পুলিশ এবং ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার মানসিক প্রতিবন্ধী ওই কিশোরীর ওপর প্রতিবেশী আব্দুর রশিদের কু-নজর পড়ে। এরপর ওই কিশোরীর ছোট ভাইকে হত্যার ভয় দেখিয়ে ৬ মাস ধরে তাকে একাধিকবার ধর্ষণ করে আসছিলেন তিনি। বিষয়টি জানাজানির পর এলাকায় একাধিকবার মীমাংসার চেষ্টাও করা হয়েছিল। পরে বিষয়টি পুলিশের নজরে আসলে আজ রোববার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে আবদুর রশিদকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে সদর থানার ওসি মো. জসীম উদ্দিন জানান, কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা নেওয়া হয় এবং অভিযুক্ত আবদুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষার জন্য সদর হাসপাতাল পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।