বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, রাজনীতি অর্থ কি জানেন। রাজনীতির অর্থ হলো জনগনের সেবা করা। আমরা যে দলের রাজনীতি করি না কেন আমরা জনগনের সেবক। ২৮ অক্টোবর শনিবার আপনারা দেখেছেন বাঁশের লাঠি দিয়ে এক পুলিশকে এমন মার মেরেছে শেষ পর্যন্ত তাকে লাশ হতে হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) বেলা ১২টায় বন্দর উপজেলার মদনপুরস্থ উপজেলা আওয়ামীলীগের শান্তি সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম.এ. রশীদ গনমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, সংবাদ মাধ্যমের কারণে আমরা তাড়াতাড়ি স্বাধীনতা লাভ করতে পেরেছি। তাদের কল্যানে আমরা ঘরে বসে বিভিন্ন এলাকার খবরা খবর জানতে পারছি। মিডিয়া ও পুলিশকে তারা কিভাবে মেরেছে তা আপনারা দেখেছেন। ২০০১ সাল থেকে ২০০৬ইং পর্যন্ত বিএনপি জামায়েত চত্রু কিভাবে দেশে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে যে তান্ডব নীলা চালিয়েছে তাও আপনারা দেখেছেন। বিএনপি ও জামায়েত দেশে তান্ডব লীলা চালিয়ে পুলিশ হত্যা করে যে ভাবে উল্লাস প্রকাশ করেছে অন্য কোন দল তা করতে পারেনি। বিএনপি জামায়েত জ¦ালাওপোড়াও করে ক্ষমতায় আসতে চায়।
বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ এম.এ. সালামের সভাপতিত্বে ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য একেএম ইব্রাহিম কাশেমের সঞ্চালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথি বক্তব্যে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান বলেন, বিএনপি কখনো জনগনের ভোটে ক্ষমতায় আসতে পারেনি। তাই তারা আবারও জ¦ালাও পুড়াও করে ক্ষমতায় আসতে চায়। কাজিম উদ্দিন প্রধান বিএনপি জামায়েতের উদ্দেশ্যে বলেন, সময় আছে ভালো হয়ে যান। আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করবেন না। আপনারা আঘাত করলে আমরা প্রতিঘাত করব। বিএনপি জামায়েতের অপশক্তির বিরুদ্ধে বন্দর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের র্গজে উঠতে হবে।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাছুম আহাম্মেদ, উপজেলা আওয়ামীরীগের সহ-সভাপতি আজিজুল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, উপজেলা আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদ ভূইয়া ও সাধারন সম্পাদক নাজিম উদ্দিন, মুছাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য আলীনূর প্রমুখ।
শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন আনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা কমল, শাহানেওয়াজ রাহাত, সুমন ভ’ইয়া, হাবিব, শাকিল, কুদ্দুস,মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মামুনুর রশীদ,কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন, বন্দর থানা থ্রী হুইলার শ্রমিক কমিটির সাধারন সম্পাদক এবাদুল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সুজন মীর, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা হারিস উদ্দিনসহ বন্দর উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।