মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাজুল ইসলাম নূরীর ২য় মৃত্যুবার্ষিকীতে শফি, মেহেদির শ্রদ্ধাঞ্জলি সোনারগাঁয়ে এম্বুলেন্স-সিএনজি`র মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু সোনারগাঁয়ে ৫৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আব্দুর রহিমের মৃত্যুতে আইনজীবী সমিতির শোকসভা ও দোয়া ফতুল্লায় আওয়ামী দোসর শ্রমিকলীগ নেতা পলাশের সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ! বন্দরে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন বাংলাদেশে দুর্ভিক্ষের ইতিহাস রচনা করেছে আওয়ামী লীগ : সাখাওয়াত ইংরেজি নববর্ষ প্রতিটি মানুষের জীবন হোক অনাবিল আনন্দের : আরজু শেখ হাসিনা দিল্লিতে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : মামুন মাহমুদ

বন্দরে রোমান নিহতের ঘটনায় মামলা, সন্ত্রাসী অনিকসহ গ্রেপ্তার ৪

  • আপডেট সময় রবিবার, ২৮ মে, ২০২৩, ৩.১৬ এএম
  • ৯৭ বার পড়া হয়েছে

বন্দরে রোমান ওরফে ক্যাপ রোমান হত্যাকান্ডের ঘটনায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

মামলার আসামিরা হলেন, অনিক হোসেন (৩৩), আরজু (৩৫), শিফাত (২৯), অন্তর মিয়া (২৬), দিদার মিয়া (২৯), সবুজ মিয়া (৩৮), উজ্জ্বল (৪৫), দয়াল (৪০), জুয়েল (৪৫), রাসেল (৪৫ মুরাদ (৪২), কাউসার (৪৫), পারভেজ (৩২), ইসলাম (৩০), জিসান (২২) এবং কাউসার (৪৫)। শনিবার (২৭ মে) দুপুরে বন্দর থানায় নিহতের বাবা আব্দুর রহিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এদিকে পুলিশ হত্যাকান্ডের ঘটনার ওই রাতেই ঘারমোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি ঘাতক অনিক সরদারসহ ৪ সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ সরদারের সন্ত্রাসী ছেলে ও একাধিক মামলার আসামী অনিক সরদার (২৭), একই এলাকার আকবর হোসেন মিয়ার ছেলে অন্তর হোসেন (২৫), বুরুন্দী এলাকার শাহাবুল্লাহ বেপারী ছেলে সন্ত্রাসী সবুজ (৩৮) ও একই এলাকার মিজানুর মিয়ার ছেলে দিদার (৩৮)।

শনিবার (২৭ মে) দুপুরে পুলিশ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছে। এরআগেগত শুক্রবার (২৬ মে) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে ওই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

এরপর থেকে ঘারমোড়া, আলীনগর ও সৈয়াল বাড়ি ঘাটসহ এর আশেপাশের এলাকা গুলোতে থমথমে ভাব বিরাজ করছে।

 

এদিকে শনিবার দুপুরে নিহত ক্যাপ রোমানের মৃতদেহ তার নিজ বাড়ি মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাটে আনা হলে ক্যাপ রোমানকে এক নজর দেখার সেখানে উৎসক জনতার ভীড় জমায়। পরে বাদ আছর রোমানের নামাজের জানাযা মদনগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশন মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হওয়ার পর মদনগঞ্জ সিটি কর্পোরেশন কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে বন্দর উপজেলার ঘারমোড়া সরদার বাড়ি এলাকার মহিদ মিয়ার সন্ত্রাসী ছেলে অনিক গ্রুপের সাথে মদনগঞ্জ সৈয়লবাড়ী ঘাট এলাকার আদু মিয়ার ছেলে ক্যাপ রোমান গ্রুপের দীর্ঘ দিন ধরে পূর্ব শত্রুতা চলছিল। পোড়া তেলের ব্যবসা নিয়ে ইতিপূর্বে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বকর সিদ্দিক জানান, ক্যাপ রোমান নিহতের ঘটনায় তার পিতা বাদী হয়ে অনিক সরদারসহ ১৬ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেছে।

 

হত্যাকান্ডের ঘটনার ওই রাতে ঘারমোড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে মামলার প্রধান আসামী অনিক সরদারসহ ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘারমোড়া ও আলীনগর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort