রুদ্রবার্তা২৪.নেট: বন্দরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) তাদেরকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সোনাকান্দা এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আলী আশরাফ (৩৫), মানিক চানের ছেলে আবু বক্কার সিদ্দিকী ওরফে বাক্কা (৩৭), মৃত সাঈদের ছেলে আব্দুর রব (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তোভোগীর স্বামী তিন মাস আগে তার দুই বছরের মেয়েসহ তাকে রেখে চলে যায়। গত ২০ আগস্ট রাত পৌনে ১০টায় অজ্ঞাতনামা একজন মোবাইল ফোনে জানায় ভুক্তোভোগীর স্বামী তাদের কাছে আছে। অজ্ঞাতনামা আসামীরা ভুক্তোভোগীকে ফোন দিয়ে ডেকে নিয়ে ফরাজিকান্দা রেললাইনের ধারে জঙ্গলের পাশে নিয়ে দুইজন ধর্ষণ করে এবং আরেকজন ধর্ষণের সহযোগিতাসহ ভুক্তোভোগীর মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। পরে ভুক্তোভোগীর মোবাইল নম্বরের সূত্র ধরে আসামীদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ভুক্তোভোগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আসামী ৩ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।