রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জের বন্দরের চিতাশাল স্বল্পেরচক এলাকা থেকে রনি (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রোববার (২২ আগস্ট) রাতে ৩দশ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি চিতাশাল স্বল্পেরচক এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ ইয়াবা সংগ্রহ করে বন্দর থানা ও এর আশেপাশের এলাকায় ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।