
২০০৮ সালে বেইজিং অলিম্পিক থেকে শুরু হয়েছে। পদক তালিকায় প্রাধান্য বিস্তার করছিল চীন। এরপর লন্ডন এবং রিও অলিম্পিকেও একই চিত্র দেখা গেছে। এবার টোকিও অলিম্পিকেও পদক তালিকায় প্রথম দিনই নিজেদের শীর্ষে তুলে এনেছে চীনা অ্যাথলেটরা।
টোকিও অলিম্পিকের প্রথম দিনে ২৮টি দেশ পদক তালিকায় নাম লিখলো। প্রথম দিনে নিষ্পত্তি হওয়া ১১টি সোনা জিতে নিয়েছে ৯টি দেশ। এর মধ্যে তিনটি সোনা জিতে প্রথম দিনে এগিয়ে আছে চীন।
একটি সোনার সঙ্গে একটি রুপা জিতে দ্বিতীয় স্থানে আছে ইতালি ও জাপান। মোট পদক জয়ের দিক থেকেও এগিয়ে চীন। চারটি পদক জয়ী চীনের পরই আছে দক্ষিণ কোরিয়া। দুটি ব্রোঞ্জ ছাড়াও একটি সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া।
প্রথম দিনে সোনার দেখা পেয়েছে ৯টি দেশ। অন্তত একটি রুপা জিতেছে এমন দলের সংখ্যা ৯টি। এদের মধ্যে ভারত এবং আরওসি নামের আড়ালে খেলা রাশিয়াও আছে। আর ১০ টি দেশ একটি করে ব্রোঞ্জ জিতেছে।
পদক তালিকা
| দেশ | সোনা | রুপা | ব্রোঞ্জ | মোট |
| চীন | ৩ | ০ | ১ | ৪ |
| ইতালি | ১ | ১ | ০ | ২ |
| জাপান | ১ | ১ | ০ | ২ |
| দক্ষিণ কোরিয়া | ১ | ০ | ২ | ৩ |
| ইকুয়েডর | ১ | ০ | ০ | ১ |
| হাঙ্গেরি | ১ | ০ | ০ | ১ |
| ইরান | ১ | ০ | ০ | ১ |
| কসোভো | ১ | ০ | ০ | ১ |
| থাইল্যান্ড | ১ | ০ |