সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাজুল ইসলাম নূরীর ২য় মৃত্যুবার্ষিকীতে শফি, মেহেদির শ্রদ্ধাঞ্জলি সোনারগাঁয়ে এম্বুলেন্স-সিএনজি`র মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু সোনারগাঁয়ে ৫৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার আব্দুর রহিমের মৃত্যুতে আইনজীবী সমিতির শোকসভা ও দোয়া ফতুল্লায় আওয়ামী দোসর শ্রমিকলীগ নেতা পলাশের সাঙ্গ পাঙ্গদের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ! বন্দরে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ রূপগঞ্জে কৃষি জমিতে বালু ভরাট বন্ধের দাবিতে মানববন্ধন বাংলাদেশে দুর্ভিক্ষের ইতিহাস রচনা করেছে আওয়ামী লীগ : সাখাওয়াত ইংরেজি নববর্ষ প্রতিটি মানুষের জীবন হোক অনাবিল আনন্দের : আরজু শেখ হাসিনা দিল্লিতে বসে দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : মামুন মাহমুদ

নাসিক ২নং ওয়ার্ডে টিকা নিতে এসে ভোগান্তিতে সাধারণ মানুষ

  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১, ৪.৩১ এএম
  • ৩০২ বার পড়া হয়েছে

রুদ্রবার্তা২৪.নেট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২ নং ওয়ার্ডে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকা নিতে এসে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। এদিকে নাসিক ২নং ওয়ার্ডে টিকা কেন্দ্র ঠিক করার নীতিনির্ধারকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা কয়েকদিন ধরে প্রচার করে আসছে এলাকার মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়ে টিকা দিবেন।
তবে হুট করে গতকাল রাতে তারা কেন্দ্র পরিবর্তন করে নাসিক ২ নং ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে ঠিক করেন। এতে অনেকেই সকালে পূর্বের ঠিক করা কেন্দ্রে এসে ভোগান্তির শিকার হন।
টিকা নিতে আসা বৃদ্ধা হাজেরা বলেন, করোনা ভাইরাসের টিকা নিতে এসেছি। সকাল থেকে দাঁড়িয়ে আছি। এখন পাশে বসে বিশ্রাম নিচ্ছি লাইনে আমার ছেলের বৌ দাঁড়াইছে।
টিকা নিতে আসা তাসলিমা নামের আরেক গৃহবধূ বলেন, ভোরে এসে পশ্চিম পাড়া হাইস্কুলে গিয়ে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর জানতে পারি এখানে টিকা দিবে না কাউন্সিলরের অফিসে না-কি টিকা দিবে। তাই এখানে আসলাম। সিরিয়ালে দাঁড়িয়ে আছি প্রায় দু’ঘন্টা হতে চললো। দেখি আরো কতক্ষণ লাগে।
নাসিক ২নং ওয়ার্ড সচিব তানভীর হাসান তুহিন বলেন, প্রতি ওয়ার্ডে ৬০০ টিকা দেয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরাও ৬০০ টিকা পেয়েছি। সকাল থেকেই আমরা স্বাস্থ্যবিধি মেনে সকলকে টিকা দিচ্ছি। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি শুধু আজ টিকা দেওয়ার কথা থাকলেও আগামীকাল এবং পরশু টিকা দেওয়া হবে।
এদিকে কেন্দ্র নিয়ে মানুষের মধ্যে ভুল তথ্য প্রচারের বিষয়ে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে কাউন্সিলরের কার্যালয় ছাড়া অন্যকোনো কেন্দ্রের নাম প্রচার করা হয় নি।
নারায়ণগঞ্জ নগরীর সিদ্ধিরগঞ্জ থানাধীন ১০টি ওয়ার্ডে শনিবার (৭ আগষ্ট) সকাল থেকে গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সিদ্ধিরগঞ্জের অন্যান্য টিকা কেন্দ্রগুলো ঘুরে দেখা যায় তারা সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। শুধুমাত্র নাসিক ২নং ওয়ার্ডেই এর ব্যতিক্রম। যাতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, প্রতিটি টিকা কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে। মানুষ যাতে স্বাস্থ্য বিধি মেনে নির্বিঘেœ টিকা নিতে পারেন সে কাজ করে যাচ্ছি আমরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort