মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

একজন সফল ব্যবসায়ী নজরুল ইসলামের ইতিকথা

  • আপডেট সময় রবিবার, ২ মার্চ, ২০২৫, ১.০৩ এএম
  • ১২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ গলাচিপা’র বিশিষ্ট ব্যবসায়ী দানবীর নজরুল ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি স্বার্থন্বেষী মহলের কুপ্রচারণায় লিটন ওরফে এলাকার ধান্দা লিটনকে ব্যবহার করছে। তার অসৎ উদ্দেশ্য হাসিল না হওয়ায় গত ২৪ শে ফেব্রুয়ারি ও ২৫ শে ফেব্রুয়ারি স্থানীয় দৈনিক পত্রিকায় “গলাচিপায় লিটন মিয়ার জায়গায় রাস্তা নির্মাণের চেষ্টা ও এখনো বেপরোয়া মাফিয়া ওসমান পরিবারের দোসর নজরুল” সংবাদ প্রকাশ করে। যার শিরোনাম ও বিষয় বস্তুতে সংবাদটি মনগড়া ভিত্তিহীন কাল্পনিক গালগল্প ছাড়া কিছুই না। একটি কুচক্রী মহল নজরুল ইসলামকে সামাজিক ও ব্যবসায়িকভাবে সমাজে ভাবমূর্তি ক্ষুন্ন করতে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছেন। যাহা সত্যের সাথে বাস্তবের কোনো মিল নেই। প্রকৃতপক্ষে আসল সত্য এই যে মো: নজরুল ইসলাম, পিতা- মৃত নুরুল ইসলাম, মিশ্রি বিবির নিকট হতে ১৯৬০ সালে সাব কবলা মূলে বাড়ি ও পুকুর সহ ১৫ শতাংশ জমি ক্রয় করে। যার দলিল ২৬১০ তাং ১১/৩/১৯৬০, মোঃ নজরুল ইসলামের মাতা সাহারা খাতুন, মৃত দুদু মিয়ার কন্যা আপষ বন্টন নামা দলিল মতে ১ শতাংশ সাড়ে বিয়াল্লিশ পয়েন্ট জমি যাহার দলিল নং ১৪০৩ তাং ৪/৩/১৯৮৪। উক্ত জমিতে নজরুল ইসলাম মিয়া তার মাতার প্রাপ্য অংশ ও পিতার অংশে পুকুর ভরাট করে ভোগ দখলে আছেন এবং রাস্তা নির্মাণ করেন পেছনে যাওয়ার জন্য। যাহার চৌহদ্দি উত্তরে মো: নজরুল ইসলামের পিতা নুরুল ইসলাম, দক্ষিণে কাজী ফিরোজা বেগম, পূর্বে সরকারি রাস্তা ও পশ্চিমে আব্দুল আউয়াল। এরপরেও নজরুল ইসলামের জায়গা জবর দখলের পাঁয়তারা করছে লিটন গং। তার জায়গায় যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সে জন্য আদালতে দুটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ৯৬৭/২০২৪ ইং, ১১/২/২০২৫ ইং। এত কিছুর পরেও কুচক্রী মহলটি থেমে নেই। একের পর এক মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন। এলাকাবাসী জানান মো: নজরুল ইসলাম একজন সাদা সিদে মানুষ সমাজসেবক দানশীল সফল ব্যবসায়ী। সে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নন। এমনকি তার পরিবারের কোন ব্যক্তি কোন দল বা সংগঠনের সাথে জড়িত নয়। তথ্যমতে আরো জানা যায়, নজরুল ইসলাম বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত। তার পূর্বপুরুষের রেখে যাওয়া জমা জমির অভাব নেই, তাই কারো এক চিমটি জমি দখলের প্রশ্নই ওঠে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort