আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পার্থী আব্দুল করিম বাবুর পক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে মনোনয়ন পত্র ক্রয় করেছেন তার ছেলে এম আরকে রিয়েন। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন অফিস থেকে এই মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এসময় এম আরকে রিয়েন বলেন, আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৭ নং ওয়ার্ডে আবার বাবা আব্দুল করিম বাবু কাউন্সিলর পদে নির্বাচন করবেন। এই মাস বিজয়ের মাস। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও তাদের দিক নির্দেশনা এই দেশ বিজয় লাভ করেছে।
এই পাঁচ বছর আমার বাবাকে বীরমুক্তিযোদ্ধা বিভিন্ন দিক নির্দেশনা করে সফলভাবে ওয়ার্ডবাসীর সেবা পরিচালনা করিয়েছেন। আশা করি তাদের এবং স্থানীয় মুরুব্বিদের দিক নির্দেশনায় পথ চলে আমার আব্দুল করিম বাবু কাউন্সিলর পদে জয়যুক্ত হয়ে ওয়ার্ডবাসীর আবারও সেবা করতে পারবেন। আপনারা আমার বাবা এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
এসময় বীরমুক্তিযোদ্ধারা বলেন, আমরা অতন্ত গর্বিত। আমাদের ওয়ার্ডে আব্দুল করিম বাবুর মত এমন একজন সফল কাউন্সিলর পেয়েছে। তিনি সব সময় ওয়ার্ডবাসীর সুখে দুঃখে পাশে। এই বিজয়ের মাসে এই দিনে আমরা বাবুর মনোনয়ন পত্র ক্রয় করতে এসেছি।
আশা করি এই মাসে যেমন এই দেশ বিজয় হয়েছে তেমনি বাবুও আবার কাউন্সিলর পদে বিজয়ী হবে ইনশাল্লাহ।
মনোনয়ন পত্র ক্রয়ের সময় উপস্থিত ছিলেন, আব্দুল করিম বাবুর ছেলে এম আর কে রিয়েন, বীর মুক্তিযোদ্ধা বাদল, বীর মুক্তিযোদ্ধা ইকবাল, মুদ্দাত হোসেন, মো: হোসেন , রহিম পাটোয়ারী ও রিয়াদ হাসান সহ স্থানীয় মুরব্বিগন।