তুহিনঃ অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশব্যাপী জুড়ে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাও তার নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর ও বাড়িমজলিস গ্রামে প্রচারণা কার্যক্রম, জনসংযোগ ও স্থানীয়দের কাছ থেকে দোয়া চেয়ে প্রচারনার মাঠে রয়েছেন।
এমপি খোকা বলেন, বিদেশিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায়। সরকার এ ব্যাপারে বদ্ধপরিকর। তবে বিএনপি এ নির্বাচনে অংশ না নেয়ায় অনেকের প্রশ্ন এবারের জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে কি না? অংশগ্রহণ মানে বিএনপিকে নিয়েই নির্বাচন করতে হবে তা নয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে।
তিনি বলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে, তবে শান্তিপূর্ণ হবে কি না তার নিশ্চয়তা দেয়া যায় না। কারণ বিএনপি নেতাকর্মীরা ধ্বংসাত্মক জ্বালাও-পোড়াও করে যাচ্ছে, তাতে দেশের শান্তি নষ্ট হচ্ছে। নির্বাচনী প্রচারণার সময় এলাকাবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জয়ী হলে সোনারগাঁকে সারা দেশের মধ্যে অন্যতম একটি পর্যটক নগরী ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, সোনারগাঁয়ের জাপা’র সমর্থক ও বিভিন্ন ইউপি সদস্যদের ধমক দিয়ে সাময়িক ছবি তোলাই সম্ভব কিন্তু হৃদয়ে জায়গা নেয়া সম্ভব না। এই হুমকি-ধামকি বাদ দেন এই হুমকি-ধামকিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ভয় না। আসন্ন নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ। আপনারা যে যার মত করে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন, কেউ আপনাদের রুখতে পারবে না। আমি আশা করি আপনাদের বিপুল ভোটে আগামীতে আমি আবারো এমপি হিসেবে নির্বাচিত হবো।
নির্বাচনী প্রচারণারকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সহ-সভাপতি গরীবে নেওয়াজ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সফি, আবুল হোসেন তুষার মেম্বার, সানাউল্লাহ, সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু, সদস্য সচিব সেকান্দার আলী, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো: মাইনুল ইসলাম মামুনসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।