শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

হাজীগঞ্জে যুবকের লাশ: আটককৃতদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন

  • আপডেট সময় শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ৫.১৬ এএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

হাজীগঞ্জে ইমন নামে এক যুবককে শ্বাসরোধ ও ছুরিকাঘাতে হত্যা কান্ডের ঘটনায়, আটককৃত দুই যুবককে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করেছে ফতুল্লা থানা পুলিশ। শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে তাদেরকে হাজীগঞ্জ এলাকা থেকে আটক করে পুলিশ। নিহত ইমন (২২) ফতুল্লা মডেল থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের দেলোয়ার হোসেনের ভাড়াটিয়া।

আটককৃতরা হলো ফতুল্লা মডেল থানার নিউ হাজীগঞ্জের বাশমুলীর মৃত গোলাপের ছেলে সহোদর দুই ভাই শিপন(২৪) ও স্বপন(২২)।

তথ্যটি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারেছ শিকদার জানায়, আটককৃতরা মামলার এজাহার নামীয় আসামী। তাদেরকে বৃহস্পতিবার রাত ৮টায় হাজীগঞ্জ এলাকা থেকে আটক করা হয়। ৭ দিনের রিমান্ড চেয়ে আজ (শুক্রবার) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল১০টায় ফতুল্লার নিউ হাজীগঞ্জস্থ জৈনক আজাদ বক্সের পরিত্যক্ত একটি বাড়ীর ভিতর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের গলায় পেচানো লোহার চেইন ও দড়ি পেয়েছে পুলিশ। তাছাড়া শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এ ঘটনায় নিহতের বাবা ইব্রাহিম হোসেন ইবু বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই জনসহ পাঁচ জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

মামলার অপর আসামীরা হলো ফতুল্লার নিউ হাজীগঞ্জের মৃত আফতাব উদ্দিনের ছেলে নুর ইসলাম(৩৬), একই এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে ইব্রাহিম খলিউল্লাহ (২২) ও মৃত আলী হোসেনের ছেলে সানজিদ (৩৫)সহ অজ্ঞাতনামা আরো ৪-৫ জন।

মামলায় উল্লেখ্য করা হয়, বাদী ছেলে ইমন গাড়ীর গ্যারেজে চাকুরি করতো। সেখান থেকে নিহত ইমনকে ছাড়িয়ে নিয়ে আসে অভিযুক্ত আসামী নুর ইসলাম। পরবর্তীতে নুর ইসলামের অবৈধ ব্যবসা মাদক কারবারের দায়িত্ব বুঝিয়ে দেওয়া নিহত ইমনকে। শুধু তাই নয় নুর ইসলামের অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণের জন্য তার মোটর সাইকেল ও দেয়া হয়েছিলো নিহত ইমনকে। বুধবার রাত দশটার দিকে ইমনকে আর্থিক লেনদেনের বিষয়ে কথা বলতে বাসা থেকে ডেকে বের করে নিয়ে আসে নুর ইসলাম ও ইব্রাহিম খলিউল্লাহ। পরে রাত সোয়া ১০টায় স্থানীয় নাজুর চায়ের দোকানের সামনে নিহতের সাথে আর্থিক লেনদেন নিয়ে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। রাতে বাসায় ফিরে না আসায় নিহতের মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। পরে সকাল ১০টায় মোবাইল ফোনে বাদীকে জানানো হয় হাজীগঞ্জ বাশমুলী আজাদ বক্সের পরিত্যক্ত বাড়ীর ভিতরে বৃষ্টির পানিতে নিহতের লাশ পরে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort