
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মমিনউল্লাহ ডেভিড ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গভীর শ্রদ্ধার সাথে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এই আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ১৪নং ওয়ার্ডের মোঃ মাহফুজুর রহমানের সার্বিক তত্ত্বাবধান ও আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার ২৬ শে নভেম্বর নগরীর উকিলপাড়া রেললাইন এলাকায় এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবউল্লাহ তপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু এবং নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা।
এ সময় বক্তারা মরহুম মমিনউল্লাহ ডেভিডের স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পূজা উদযাপন ফ্রন্টের কার্তিক ঘোষ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুলহাস, সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম হারুন, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রনি মল্লিক,সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জিতু,সদর থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য আহমেদ মুসা, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিন মিয়া, প্রথম সদস্য মাসুম মোল্লা, সদস্য বিমল চন্দ্র দাস, সদস্য কাজর দাস,সদস্য নুর আলম, ১৪ নং ওয়ার্ড কৃষক দলের সভাপ্রতি সেহোল শেখসহ প্রমুখ।
মোনাজাত শেষে সকলের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।