বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেছেন, “দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর। আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর স্বাস্থ্য সেবা জনগনের হাতের নাগালে পৌছে গেছে। সরকারের পাশাপাশি সেবার মান বৃদ্ধি করার লক্ষে সবাইকে এগিয়ে আসতে হবে।”
শনিবার (২৯ জানুয়ারী) বিকালে উপজেলার ভুলতা এলাকায় মহোত্তম শপিং সেন্টারে একটি হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারের আন্তরিকতার কারণেই সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবিলা সম্ভব হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক উন্নত দেশ কোভিড-১৯ মোকাবিলায় হিমশিম খাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার সফলভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করেছে। সরকারের আন্তরিকতার কারণেই এটা সম্ভব হয়েছে।’
এ সময় মন্ত্রী, দেশের সব বেসরকারী হাসপাতাল গুলোকে অর্থনৈতিক চিন্তা না করে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রূপগঞ্জ পপুলার হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিলন মিয়া।
নারায়ণগঞ্জ জেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া, নৌপরিবহন মন্ত্রনালয়ের যুগ্মসচিব প্রদীপ কুমার মহোত্তম, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, রূপগঞ্জ পপুলার হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার লিমিটেডের চেয়ারম্যান সুস্মিতা নিয়োগী, ডিকেএমসি হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ কাসেম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক নাঈম ভুঁইয়া সহ অনেকে।