সোনারগাঁ উপজেলা জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় আর কে স্টুডিও এর দোকানের চালের টিন ও নিরাপত্তা জাল বুনা রড কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর চোর চিহ্নিত করে সোনারগাঁ থানার আওতাধীন তালতলা তথ্য কেন্দে গত (১৭ সেপ্টেম্বর) একটি লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক আব্দুল্লাহ (৩২)।
এদিকে অভিযুক্ত চোর প্রকাশ্যে হলেও অধরা রয়ে গেছে। এ নিয়ে স্থানীয় দোকানদার ও জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আসবাবপত্র ক্রয়ের নগদ ১ লাখ টাকা ও দোকান থেকে প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় একই এলাকার জাকির মিয়ার ছেলে সজিব (২৬) চোর।
ভুক্তভোগী আব্দুল্লাহর দাবী চোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ ও তথ্য প্রমাণ দেওয়ার পরেও চোরকে গ্রেপ্তার করছেনা পুলিশ।
স্থানীয় ব্যবসায়ীরা চোরের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে জানান , দ্রæত সময়ের ভিতরে চোরকে আইনের আওতায় আনা হউক।
এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের এস আই রাজু আহমেদ বলেন, চুরির ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে। এ বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান বলেন, এই বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযোগ বিষয়ে তদন্ত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।