শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৩ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নৌকা প্রতীক নিয়ে আনন্দ মিছিল

  • আপডেট সময় বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৩.৩৩ এএম
  • ৬৮ বার পড়া হয়েছে

তুহিনঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়ে আনন্দ মিছিল করেছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত এবং তার নেতাকর্মী ও সমর্থকরা।

নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ১৮ই ডিসেম্বর সোমবার নৌকা প্রতীক পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় ১৯ ডিসেম্বর সকাল ১০ টায় আওয়ামী লীগের মোগরাপাড়া চৌরাস্তা দলীয় প্রধান কার্যালয় থেকে বিজয় মিছিল বের হওয়ার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী সোনারগাঁ উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নেতৃত্বে হাজার হাজার সমর্থকরা মোগরাপাড়া দলীয় কার্যালয়ে উপস্থিত হতে থাকে। নেতাকর্মী ও ইউনিয়ন চেয়ারম্যানদের সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মোগরাপাড়া চৌরাস্তার দলীয় কার্যালয়ের আশপাশ।

লোকে লোকারণ্য হয়ে জনস্রোতে পরিণত হয় মোগরাপাড়া দলীয় কার্যালয়। এ যেন এক মহাসমাবেশে পরিণত হয়েছে। দীর্ঘদিন পর সোনারগাঁয়ে নৌকা প্রতীক পেয়ে সমর্থকদের প্রাণ যেন ফিরে এসেছে, খুশিতে আত্মহারা হয়েছে সবাই। মহা উৎসবে পরিণত হয়েছে আনন্দ মিছিল।

গতাকাল মঙ্গলবার সকালে মোগরাপাড়া চৌরাস্তার দলীয় কার্যালয় থেকে সাবেক এমপির নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়।

পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয় ঘুরে পৌরসভার শোখ রাসেল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে বিপুল নেতাকর্মী ও সমর্থকদের মহা উল্লাস দেখা যায়।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি, সোনারগাঁ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, বৈদ্যের বাজার ইউনিয়নের চেয়ারম্যান আল আমিন সরকার, বারদী ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মাহাবুবুর রহমান বাবুল, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজিব, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ প্রমুখ।

এসময় সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত বলেন, ‘রাজনীতিতে আমি স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে চাই। সকলের অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে চাই দেশের জনগণকে ও জননেত্রী শেখ হাসিনাকে। তবে সবকিছুই আমার কাছে চ্যালেঞ্জিং। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সব বিষয়ে আমাকে সহযোগিতা করছে। এই সোনারগাঁয়ের মানুষ আমাকে ভালবাসে বিধায় দেশরত্ন শেখ হাসিনা আমাকে সোনারগাঁয়ে নৌকার মাঝি হিসেবে মনোনীত করেছেন এবং নৌকা প্রতীক আমাকে দিয়েছেন। আমি এর যথাযথ মর্যাদা বজায় রাখতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে সোনারগাঁয়ের সর্বস্তরের জনগণের সর্বাত্মক সহযোগিতা আমার একান্তভাবে কাম্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort