সোনারগাঁয়ে চুরি হওয়া গরু ও ছাগলবাহী একটি পিকআপ সহ মামুন ও কামাল হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে উপজেলার মহজমপুর এলাকা থেকে একটি গরু ও চারটি ছাগলবাহী পিকআপ সহ তাদের গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ওসি মো: আবদুল বারী জানান, ভোরে মহজমপুর এলাকায় গরু ও ছাগলবাহী একটি পিকাআপ রাস্তায় ডিউটিরত পুলিশ দেখে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি সন্দেহ হলে পুলিশ ধাওয়া দিয়ে পিকআপটি থামায়।
এসময় জিজ্ঞাসাবাদে পিকআপে থাকা দুইজন গরু ও ছাগলগুলো চুরি করে আনার কথা স্বীকার করে। পরে পুলিশ তাদের দুইজনকে গ্রেফতার করে গরু ও ছাগলবাহী পিকআপটি জব্দ করে।
এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনকে চুরির মামলায় দুপুরে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলেও জানান সোনারগাঁ থানার ওসি মো: আবদুল বারী।