স্টাফ রিপোর্টারঃ সরকারের ঘোষণা অনুযায়ী নতুন বছরের প্রথমদিনে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণ উৎসব পালন করেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা।
“নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব” এই স্লোগানকে সামনে রেখে গতকাল ১লা জানুয়ারী সোমবার বিকেলে সারাদেশের ন্যায় উক্ত প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসবটি পালন করেন আল হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ইয়াসিন বিন হাবিবসহ অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
উৎসবে মাদ্রাসার শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। এদিকে নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা।
বই বিতরণের পূর্বে সম্মানিত পরিচালক ইয়াসিন বিন হাবিব শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ যে জাতি যতো বেশি শিক্ষিত, সে দেশ ততো বেশি উন্নত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশানুযায়ী বছরের প্রথম দিনেই তোমরা তোমাদের নতুন বই পেয়েছো। তাই আমি আশা করি, আগামীতে তোমরা লেখা পড়ায় আরও বেশি মনোযোগী হয়ে ভালো করবে এবং এখান থেকে পাশ করে বড় আলেম হাফেজ মাওলানা হয়ে মানুষকে ইসলামের সঠিক পথ প্রদর্শনের দিক নির্দেশনা দিবে। পাশাপাশি দেশ ও জনগণের সেবায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত হবে।
বই বিতরণের পর দোয়া অনুষ্ঠিত হয়। এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।