
এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে প্রথম শিরোপার হাতছানি ছিল বাংলাদেশ এ দলের। দোহায় রবিবার শ্বাসরুদ্ধকর লড়াই উপহার দিলেও সুপার ওভারে স্বপ্ন ভঙ্গ হয়েছে আকবর আলীদের। রোমাঞ্চকর ফাইনাল জিতে প্রথমবার তৃতীয় শিরোপা জিতেছে পাকিস্তান শাহীনস।
১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯৬ রানে ৯ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়েছিল বাংলাদেশ ‘এ’। কিন্তু বল হাতে তিন উইকেট নেওয়া রিপন মন্ডল ব্যাট হাতে শেষ দিকে বীরত্ব দেখান। তার অপরাজিত ১১ রানের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান রাখেন আরেক পেসার আব্দুল গাফফার সাকলাইন। অপরাজিত ১৬ রান করেন তিনি। এর আগে রাকিবুল হাসান করেন ২১ বলে ২৪। মূলত ১৯তম ওভারে ২০ রান তুলে ম্যাচে ফেরে বাংলাদেশ ‘এ’। শেষ ওভারে দরকার পড়ে ৭ রানের। শেষ পর্যন্ত জয় আর পাওয়া হয়নি। কিন্তু শেষ বলের সিঙ্গেলে ম্যাচকে সুপার ওভারে নিতে সক্ষম হন রিপন। ভারত ‘এ’ দলের বিপক্ষে সেমিফাইনালের মতো এবারও সুপার ওভারেই গড়ায় লড়াই।
কিন্তু সুপার ওভারে এবার আর পেরে ওঠেনি বাংলাদেশ। প্রথম বলে হাবিবুর রহমান নেন এক রান। পরের বলেই সাকলাইন ক্যাচ তুলে দেন পেসার আহমেদ দানিয়ালের হাতে। একটি ওয়াইডে পাঁচ রান যোগ হলেও আবারও আঘাত হানেন দানিয়াল। এবার বোল্ড করেন জিশান আলমকে। ছয় রানে থামে বাংলাদেশর সুপার ওভার।
জবাবে সহজেই লক্ষ্য টপকে যায় পাকিস্তান শাহীনস। রিপন মন্ডলের করা ওভারে প্রথম দুই বলেই সিঙ্গেল নেন ব্যাটাররা। তৃতীয় বলে সাদ মাসুদ বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ সহজ করেন। চতুর্থ বলের সিঙ্গেলে নিশ্চিত হয় জয়।