নারায়ণগঞ্জে পৃথক ৩টি অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ২ টি প্রাইভেটকার ও ০১ টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে চেকপোস্ট বসিয়ে অভিযানে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ সব মাদক জব্দ হয়।
গ্রেপ্তারকৃরা হলো কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ পাড়ার বিল্লাহ হোসেনের ছেলে মোঃ মিল্লাত হোসেন মিরাজ (২২), একই এলাকার মৃত নাছির উদ্দিন বাদশা মিয়ার ছেলে শাহাদাত হোসেন (২০), কুষ্টিয়া কুমারখালীর ছেউড়িয়া গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মো. শাকিল হোসেন (২৬), কুমিল্লার চৌদ্দগ্রামের পশ্চিম আতাকড়ার শাহ আলমের ছেলে মো. আনোয়ার হোসেন লেদু (২৬), একই থানার মধ্যমপাড়ার মৃত সুলতান আহমেদের ছেলে নুরুন নবী (৪০), নোয়াখালীর বেগমগঞ্জ থানার খোরশেদ আলমের ছেলে ওসমান গণি অনিক (২২) ও ফরিদপুর বোয়ালমারীর চরসুখদেব নগর এলাকার মোঃ বাবুলের ছেলে তুহিন হোসাইন সুমন (২২)।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।