সিদ্ধিরগঞ্জে বাবুল মিয়া ও রফিকুল ইসলাম রনি ওরফে গাঞ্জা রনি নামে বাবা ছেলের বিরুদ্ধে গাঁজা চাষ ও ব্যবসার অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, চিটাগাংরোডস্থ আফির উদ্দিন সুপার মার্কেটের সুগন্ধা হাসপাতালের ছয় তলা ভবনের ছাদে একটি গোপন রুম তৈরি করে সেখানে রং এর বালতিতে অভিনব পদ্ধতিতে গাঁজা চাষ করছে তারা।
এতে সবসময় আতঙ্কে থাকে সেই মার্কেটের হাসপাতালের কর্মচারী, বসবাস করা পরিবার ও মার্কেটের দোকানদাররা। কেউ প্রতিবাদ করতে গেলে বা পুলিশকে জানাবে বললে তাকে মারধর ও মেরে ফেলার হুমকি দেয়। এতে ভয়ে ও আতঙ্কে রয়েছে তারা।
সূত্র মতে জানা যায়, বাবা বাবুল মিয়া ও ছেলে রনি গাঁজা চাষকরে তা প্রক্রিয়াজাত করে আশে পাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। এছাড়া তারা মার্কেটের আশেপাশে প্রকাশ্যে মাদক বিক্রি করে বলেও জানা গিয়েছে।
এ বিষয়ে রনিকে মুঠোফোনে কল করলে তিনি জানান, এখানে কোন গাঁজা গাছ নাই। আমরা ফুলের ব্যবসা করি। তাই গাঁদা ফুল গাছ লাগিয়েছি। কেউ আপনাকে ভুল তথ্য দিয়েছে। আমরা এই ধরণের কোন কাজে যুক্ত নেই।
বিষয়টি জানাতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফকে ফোন করলে তিনি বলেন, আমরা সব সময় মাদকের বিরুদ্ধে। মাদকের বিষয়ে আমরা কাউকে ছাড় দিবো না। ঠিকানা নিয়ে আমরা এখনই অভিযান চালিয়ে সেই গাছ ধ্বংস করছি।