সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে তিন ছিনতাইকারী ও এক সহযোগীসহ চার জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। পরে ছিনতাইকারীদের তথ্য মতে ছিনতাই হওয়া একটি সিভিআর মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- জুবায়ের (২৩), পলাশ(২২), পাবেল (২৪) ও তাদের সহযোগী রাজুসহ চার জনকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১৯ মে) আসামিদের আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতে আসামী পলাশ ও পাবেল ঘটনার সাথে জড়িত থাকার স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) কামরুল হাসান পিপিএম, এস.আই ইয়াউর ও এএসআই ইলিয়াস হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ ও মামলা সূত্রে জানায় গত ১৭ মে রাত সাড়ে ৮ টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে এক দম্পতি সিভিআর মোটরসাইকেল যোগে কাঁচপুর ব্রীজের উপর ঘুরতে আসে।
এসময় ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে এসে উক্ত দম্পতিকে দেশীয় অস্র (চাকু) দিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে একটি সিভিআর মোটরসাইকেলে ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে থানায় এসে ভুক্তভোগী দম্পতি এজাহার দায়ের করেন এবং মামলা রুজু হয়।
উক্ত মামলাটি অফিসার ইনচার্জ (ওসি) স্যার, তদন্ত স্যার ও অপারেশন স্যারের দিকনির্দেশনায় সংগীয় ফোর্সসহ অভিযান চালিযে সিদ্ধিরঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে তাদের তথ্য মতে সোনারগাঁও টোলপ্লাজা এলাকা থেকে ছিনতাই হওয়া একটি সিভিআর মোটরসাইকেল ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানা যায় গ্রেপ্তার হওয়া জোবায়ের হোসেন ও পাবেল সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ড মিজিমিজি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের পাশে সবজি বিক্রেতা আব্বাছ সিকদার হত্যা মামলার জড়িত আসামি।
সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের মিজিমিজি বাতেন পাড়া এলাকার আব্দুল বাতেন মিয়ার ছেলে জোবায়ের ও একই এলাকার পাবেল। সবজি বিক্রেতা আব্বাছ সিকদার হত্যা মামলায় দীর্ঘদিন জেল খেটে জামিনে এসে ফের শুরু করে তারা ছিনতাই।