সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার হিরাঝিল আবাসিক এলাকায় আল-হেরা টাওয়ারে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট নারায়ণগঞ্জ জেলা ও সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মন্টু,শ্রমিক জোট সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান , শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ আরো অনেকে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম জামাল উদ্দীন ও সঞ্চালনা করেন সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি নুরুল আমিন।
এসময় বক্তারা বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বক্তব্য রাখেন। তারা বলেন দেশের যেই পরিস্থিতি তাতে করে অচিরেই জাতীয় সরকারের কোন বিকল্প নেই। জাতীয় সংকট নিরসনে জাতীয় সরকার অপরিহার্য। তাই দেশ রক্ষার্থে এবং সংকট নিরসনে সকলের মতামতের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন করতে হবে।
তারা আরো বলেন, বর্তমানে যেভাবে দ্রব্য মূল্য বাড়ছে সে হারে শ্রমিকদের বেতন বৃদ্ধি হচ্ছে না, ফলে শ্রমিকরা অনেক কষ্টে জীবন যাপন করছেন। তাই আমরা মনে করি শ্রমিকদের বেতন সর্বনিম্ন ২৫০০০/(পঁচিশ হাজার) টাকা করা উচিত। এদেশের শ্রমিকরা সবসময় অবহেলিত এবং নানাবিধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত । তাই তাদের বেতন বৃদ্ধি করে জীবন মানের উন্নয়ন ঘটানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।