নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলো- চক্রের মূলহোতা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকা নুর মোহাম্মদের ছেল জাহেদ হাসান (১৮) ও তার সহযোগী ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার আঙ্গারী গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে আব্দুল মুহাইমিন (১৮)।
রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৩। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
সোমবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতাররা তাদের কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে।
তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে চেচিজ, ইঞ্জিন নম্বর পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।