বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিগত তিন নির্বাচন বৈধ বলা পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না : সিইসি শরীয়তপুরের রুদ্রকর মঠ ধ্বংসের দ্বারপ্রান্তে নারায়ণগঞ্জের সকল গ্লানি ও দূর্নাম মুছে ফেলতে হবে : গিয়াসউদ্দিন নাঃগঞ্জ বন্দর রেলগেইটে এনআরবি ইসলামিক লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর ২য় শাখা অফিস উদ্বোধন গোদনাইল পদ্মা অয়েলের নতুন কমিটিতে আওয়ামী লীগের দোসরদের হাতে শামীম ওসমানদের মত গুন্ডাবাহিনীর হুংকারে বিএনপি কখনো রাজপথ ছাড়েনি-রাসেল ‘নারীদের প্রতি সমাজ-রাষ্ট্রের এক ধরণের অবহেলা আছে’ ৭ জুলাই : বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা মধ্যরাতে নারী ফুটবলারদের জমকালো সংবর্ধনা গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

সিদ্ধিরগঞ্জে ঐতিহ্যবাহী রেললাইন পুরোটাই দখল

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৬.৩৯ এএম
  • ১৭০ বার পড়া হয়েছে

দেশের অন্যতম শিল্প নগরী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ। এখানে ৮০-৯০ এর দশকে দেখা যেতো পণ্যবাহী ট্রেনের। চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন হয়ে সিদ্ধিরগঞ্জ সাইলোর খাদ্য গুদামে এসে থামানো হতো ট্রেনকে। তবে যাত্রী বহন নয়, শুধু মাত্র খাদ্য পরিবহনে যাতায়াত ছিলো ট্রেনগুলোর।

ব্রিটিশ ও পাকিস্তান আমলের বিখ্যাত প্রাচীনতম রেললাইনটি পূর্বে পাট ও গম ব্যবসায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলো। বিশেষ করে আদমজী জুট মিলের পাট এবং সাইলো খাদ্য গুদামের গম পরিবহনের ক্ষেত্রে। সিদ্ধিরগঞ্জ এরিয়ার সাইলো খাদ্য গুদামটি পুরো দেশব্যাপী পরিচিত।

তথ্যসূত্রে জানা , ২০০২ সালের পর থেকে বন্ধ হয়ে যায় এখানকার রেললাইনের ট্রেন চলাচল। তখন থেকে রেললাইনের আশপাশের জায়গাগুলো বেদখলে পরিণত হয়ে যায়। দখলদারদের বেদখলে পরিত্যক্ত রেললাইনের পরিবেশ নেই বললেই চলে।
চলাচলরত অবস্থায় প্রতিদিন দুই থেকে তিনটি ট্রেন আসতো এখানে। প্রতিটি ট্রেনের বগি সংখ্যা ছিলো ১৩ টি থেকে ১৫ টি। আড়াই থেকে তিনঘণ্টার ব্যবধানে যাতায়াত ছিলো ট্রেনের।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, রেললাইন লাইনে ব্যবহৃত জমি ও আশপাশের জমিতে বিভিন্ন স্থানীয় বাসিন্দারা নিজেদের দখলে নিয়ে বাড়িঘর ও বিভিন্ন কাজে ব্যবহার করছে।

 

রেলের লাইনগুলোর পরিত্যক্ত পাতের খোঁজখবরও রাখেনি রেলওয়ে কর্মকর্তারা। লুটপাট ও সড়কের কাজের চাপায় পড়ে অপচয় অবস্থায় পড়ে গেছে সেগুলো।

বিভিন্ন স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৬ সালে খাদ্য গুদাম এবং ২০০২ সালে আদমজী জুটমিল বন্ধ হওয়ার পর পাটের কাজকর্ম বন্ধ হলে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। তবে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টারের দেওয়া তথ্য মতে, ২০০৪ সালে সর্বশেষ ট্রেন চলাচল করতো এখানে।

কথা হয় শাহাবুদ্দিন নামের স্থানীয় এক ব্যক্তি সঙ্গে। তিনি জানান, যখন আদমজী জুটমিল চালু ছিলো আমরা সেখানে বসবাস করতাম। মাঝেমধ্যে আমরা ট্রেনে উঠে পাওয়ার হাউস নেমে আবার মিলে চলে যেতাম। মূলত আদমজীতে পাট আনা নেওয়ার কাজে ব্যবহৃত হতো ট্রেন। তবে যখন ২০০২ সালে আদমজী জুটমিল বন্ধ হয়ে যায় তারপর আর ট্রেন চলাচল দেখা যায়নি এখানে।

 

সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা আলমগীর হোসেন বলেন, একটা সময় আমাদের এখানে ট্রেন চলাচল করতো। গম দেওয়ার জন্য ট্রেন আসলে মাঝেমধ্যে আমরাও ট্রেনে উঠে নারায়ণগঞ্জ যেতাম। তখনকার সময়টা খুব ভালো লাগতো। এখনো সেই স্মৃতি মনে পড়ে। কারণবশত ট্রেন চলাচল বন্ধ হওয়ার পরপরই রেলের আশপাশের জায়গাগুলো দখল করে নিয়ে যায় মানুষজন।

নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, সর্বশেষ ২০০৪ সালে ট্রেন চলাচল বন্ধ হয়েছে সিদ্ধিরগঞ্জে।
বেদখলের বিষয়ে তিনি বলেন, বেদখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখনো পর্যন্ত আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো কাগজপত্র পাইনি। এটা ঢাকা ইনস্টিটিউটের সঙ্গে আলাপ আলোচনা করলে জানা যাবে। এই প্রজেক্টের সঙ্গে আলোচনা করে বলতে হবে। এখানে এখনো কোনো কাগজপত্র আসেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort