সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারছেন না সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে সাকিব ফেরেন মাত্র ৩ রান করে। আর প্রথম ওয়ানডেতে ২৫ বলে ১৯ রান করে আউট হন সাকিব।
সাকিবের মতো প্রথম ওয়ানডেতে রান পানননি তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন সৈকত। মিঠুন ১৯ রান করলেও মাত্র ৫ রানে ফেরেন মোসাদ্দেক, শূন্য রানে ফেরেন তামিম।রোববার দ্বিতীয় ওয়ানডে শুরুর আগে টপঅর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে রান প্রত্যাশা করছেন তামিম ইকবাল।
বাংলাদেশ দলের এ ওয়ানডে অধিনায়ক বলেন, উন্নতির তো কোনো শেষ নেই। তবে কম রানে যদি তিনটা উইকেট পড়ে যায়, সেটা আদর্শ কিছু নয়। আমরা চেষ্টা করব, আমাদের টপ অর্ডার থেকে আমি বা সাকিব যদি বড় ইনিংস খেলতে পারি, তাহলে দল হয়তো এমন পরিস্থিতিতে পড়বে না
তিনি আরও বলেন, চেষ্টা করব পরের ম্যাচে এমন সুযোগ এলে তা কাজে লাগাতে। আমার কাছে মনে হয় বোলিং নিয়ে আমি খুবই সন্তুষ্ট। খুবই খুশি আমরা যেভাবে বোলিং করেছি।
পিপি/জেআর