ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নেমে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয়ে যায় সাকিব আল হাসানের। সেই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং চট্টগ্রাম টেস্টে খেলা হয়নি সাকিবের।
বিশ্বকাপের মূলপর্বে ৫ ম্যাচে টানা হেরে যাওয়া বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাটের টি-টোয়েন্টি সিরিজেও হেরে যায়। সবশেষ চট্টগ্রাম টেস্টেও হারে টাইগাররা।
এক টানা ৯ ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশ সাকিব আল হাসানকে নিয়ে ঢাকা টেস্টে পরাজয়ের বৃত্ত থেকে বের হতে চায়।
শনিবার সকাল ১০টায় মিরপুর শেরেবাংলায় পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের শেষ ম্যাচটি শুরু হবে। ঢাকা টেস্টের আগে অধিনায়ক মুমিনুল হক সৌরভ বলেন, সাকিব ভাই ঢুকলে তো একটু সহজ হয়, তা সবারই জানা। উনাকে দেখলাম ভালোই আছেন। অনুশীলন করেছেন। ভালো লাগছে দেখে। আর টিম কম্বিনেশন হবে সাত ব্যাটসম্যান আর চার বোলারের। এ রকমই চিন্তা করেছি।
তিনি আরও বলেন, টেস্ট ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম ১ ঘণ্টা। যেই ব্যাটিং করুক না কেন যদি প্রথম দিকে ভালো একটা শুরু এনে দিতে পারি তাহলে সবার জন্যই সহজ।