রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে নবজাতক ও প্রসূতির মৃত্যুর ঘটনায় ‘চিকিৎসায় অবহেলা’র অভিযোগে করা মামলায় গ্রেপ্তার চিকিৎসকদের মুক্তির দাবিতে আবারও মানববন্ধন করেছেন গাইনি চিকিৎসকরা।
রোববার (১৬ জুলাই) দুপুরে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) এর ব্যানারে শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে মানববন্ধন করেন তারা।
এই সময় সারাদেশে চিকিৎসক নিগ্রহ বন্ধের দাবি জানান তারা। একই সাথে সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় গ্রেপ্তার ডা. মাকসুদা ফরিদা আক্তার মিলি, ডা. মুনা সাহা ও ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানার নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ডা. জাহাঙ্গীর আলম, ডা. মিনারা শিকদার, ডা. দিপান্বিতা ধর, ডা. ওয়াহিদা রহমান, ডা. অমল কুমার রায়, ডা. লায়লা পারভীন, ডা. জহির উদ্দিন, ডা. দেবরাজ মালাকার, ডা. পঞ্চমী গোস্বামী প্রমুখ।