সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের গভণিং বডির সভাপতি এস.এম কামাল হোসেনে বলেছেন, একটা কথা আছে কন্যা পুত্র কর্মে মাতৃ পিতৃ ধন্য। অর্থাৎ সন্তানদের ভালো কর্মের কারনে মাতা-পিতা ধন্য হয়েছে। এই ছেলে মেয়েদের সফল কৃতকার্য বা ফলাফলের কারনে আজকে অনেক মা-বাবা কিন্তু গর্বিত।
বৃহস্পতিবার (২৩ মে) সকালে ঐতিহ্যবাহী জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ ২০২৪ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৮জনসহ শতবাগ কৃতকার্য মেধাবী শিক্ষার্থীদের সংবধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যেগদান করে তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সন্তানদের মানুষ করার পিছনে যে কতো পরিশ্রম সেটা একমাত্র সে মা বাবাই জানে। সন্তানের এই ফলাফলে সকল দুঃক্ষ, কষ্ট, যন্ত্রনা তারা ভুলে গেছে। কাজেই এই সফলতাটা ধরে রাখতে হবে।
কামাল হোসেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্য আরো বলেন. তোমরা কঠিন শপত নিবে যে আমাদের জন্ম হয়েছে হেরে যাওয়ার জন্য না, শপত নেও আমাদের জন্ম হয়েছে জেতার জন্য। জীবনে ভালো করতে চাইলে কারো সময় নষ্ট করা যাবে না, যাথা সময় যথা সিদ্ধান্ত নিয়েই এগিয়ে যেতে হবে।
জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের দাতা সদস্য মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত সংবধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৯নং ওর্য়াড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, সমাজ সেবক আলহাজ¦ আব্দুল খালেক প্রধান, বীর মুক্তিযোদ্ধা আয়েত আলী, শাহ-জালাল, জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য খসরুল আলম, মোবারক হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলাম, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ফাতেমা খাঁন, সাবেক অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম প্রধান ও জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজের সহ-কারীপ্রধান শিক্ষক আনোয়ারুল হক।
সভাপতির বক্তব্য জাকির হোসেন বলেন তোমরা যে ফলাফল করেছ, সে ধারাবাহীকতা ধরে রাখতে হবে। তোমাদের কে সৃষ্টিশীল হতে হবে, তোমাকে সৃষ্টি করতে হবে। তুমি ভালো ফলাফল করেছ তার মধ্য তোমাকে সীমাবন্ধ থাকলে চলবেনা,পাশাপাশি তোমাকে ভালো মানুষ হতে হবে।