নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আজকে যারা হাজির হয়েছেন তারা শেখ হাসিনার প্রকৃত সৈনিক। নেতা ডাকে সারা দিয়ে আজ এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এই সরকারের আমলে ব্যপক উন্নয়ন হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। উন্নয়ন ছেয়ে গেছে সারা দেশে।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে নগরীর ২নং গেট এলাকায় আয়োজিত শামীম ওসমানের ডাকা বিশাল সমাবেশে তিনি এসব কথা বলেন।
খোকন সাহা বলেন, আজকে পরিস্কার ভাবে বলতে চাই, যারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছেন তারা সাবধান হয়ে যান, হুশিয়ার হয়ে যান। অনেকেই বলেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, যারা এই কথা বলে তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। বিএনপিকে বলতে চাই, সংযত ভাবে কথা বলবেন। বিএনপির ক্ষমতাকালে তাদের যন্ত্রনায় অতিষ্ঠ ছিলো পুরো দেশ। আমাদের অতিতের কথা স্মরণ করাবেন না। অতিতের কথা স্মরণ করলে অনেক কিছু হয়ে যাবে। সংযত ভাবে নেত্রীর সর্ম্পকে কথা বলবেন।
এসময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চন্দনশীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এড. শামসুল ইসলাম ভুইয়া, সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ও সোনারাগঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু জাফর চৌধুরী বিরু, পিরোজপুর ইউপি চেয়ারম্যান ও সোনারাগঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ আদারতের সাবেক পিপি ওয়াজেদ আলী খোকন, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল কাদির, মহানগর যুবলীগের সভাপতি শাহাদত হোসেন ভুইয়া সাজনু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হোসেন নিপু, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ছগীর আহাম্মেদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও তোলারাম কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর সাবেক সহ সভাপতি শাহরিয়ার রেজা হিমেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগ নেতা হাসনাত রহমান বিন্দু প্রমুখ।