যেখানে আর কোনো নারী অ্যাথলেটই ৫২ ও ৫১ সেকেন্ডের নিচে ৪০০ মিটার হার্ডলস শেষ করতে পারেননি, সেখানে সিডনি ম্যাকলাফলিন–লেভরোন একাই সেই রেকর্ড গড়েছেন ৬ বার। নিজের রেকর্ড নিজেই ভেঙ্গেই গড়েছেন বিশ্বরেকর্ড। যুক্তরাষ্ট্রের এই গতিতারকা প্যারিস অলিম্পিকে রেকর্ড গড়ার দিনে ৪০০ মিটার হার্ডলসে স্বর্ণ জিতেছেন। সময় নিয়েছেন মাত্র ৫০.৩৭ সেকেন্ড।
স্তাদে দি ফ্রান্সের ট্র্যাকে তিনি যখন সবাইকে ছাড়িয়ে নির্ধারিত সীমানা পার হচ্ছেন, বাকি প্রতিযোগীরা তখন বেশ পেছনে। ম্যাকলাফলিন-লেভরোনের স্বদেশি আনা ককরেল ৫১.৮৭ সেকেন্ড টাইমিং করে রৌপ্য জিতেছেন। নেদারল্যান্ডসের ফেমকে বোলের গলায় ব্রোঞ্জ উঠে ৫২.১৫ সেকেন্ডের বিনিময়ে।
যুক্তরাষ্ট্রের ২৫ বছর বয়সী গতিতারকা কেবল এবারই যে বিশ্বরেকর্ড গড়েছেন তা নয়। ৫২ ও ৫১ সেকেন্ডের নিচে ৪০০ মিটার হার্ডলস শেষ করেছেন ছয় বার। তিনি আগের কীর্তিটি গড়েন গত জুনে। যুক্তরাষ্ট্র দলের ট্রায়ালে ৫০.৬৫ সেকেন্ড টাইমিং ছিল তার। অথচ হার্ডলসের ইতিহাসে এখন পর্যন্ত আর কোনো নারী অ্যাথলেট ৫২ সেকেন্ডের কম সময়ে ৪০০ মিটার পেরোতে পারেননি।