শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী ট্রলারে ও বালুবাহী ব্লাকহেডের ধাক্কা ডুবে যাওয়ার ভয়ে ট্রলার থেকে লাফিয়ে পরে সুমন (৩৬) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৯ যাত্রী সাঁতার কেটে তীড়ে উঠতে সক্ষম হয়।
এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী মারাত্মক ভাবে আহত হয়। আহত যাত্রীদের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।
বুধবার (৩১ মে) সকাল ৯টায় বন্দর ১নং খেয়াঘাটে এ নৌ র্দূঘটনা ঘটে। ডুবুরিরা নিখোঁজ সুমনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর ১নং খেয়াঘাটে নদী পাড়াপারের সময় বালুবাহী ব্লাকহেডে যাত্রীবাহী ট্রলারকে ধাক্কা দিলে ওই ট্রলারের যাত্রীরা প্রান বাঁচাতে নদীতে লাফিয়ে পরে।
ওই সময় ট্রলারের যাত্রীরা ধাক্কায় যাত্রীবাহী ট্রলারের ১০ জন ছিঁটকে নদীতে পড়ে যায়। সবাই সাতাঁর কেটে পাড়ে উঠতে পারলেও শাহীমসজিদ খালপার এলাকার সুমন নামের এক ব্যাক্তি নিখোঁজ হয়। র্দূঘটনা কবলিত স্থান থেকে ঘাতক ব্লাকহেড এদিকে বালুর ট্রলারটি আটক করার খবর পাওয়া গেছে।