রুদ্রবার্তা রিপোর্ট : গতকাল ২৫ ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় সত্য পথ, শামসুল হুদা দ্বীনে মোহাম্মদ (সঃ) প্রচার কেন্দ্র বন্দর রেলওয়ে ষ্টেশন, সোনামনি কিন্ডার গার্টেনে আখেরি জমানার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ছাইয়্যাদেনা হজরত মুহাম্মদ (সঃ) এর সর্বশ্রেষ্ঠ উম্মত হজরত ঈশা (আঃ) দ্বীনে মোহাম্মদ (সঃ) প্রচারের মহান প্রতিষ্ঠাতা ছাইয়্যাদেনা হজরত মহিদীন মেছের আলী (রঃ) এর সর্বশ্রেষ্ঠ ভক্ত, কালাম শরীফ, সত্য গুরু, সত্যের দিশারী, সত্যের বাহক, আধ্যাতিক গুরু সম্রাট, হাজার বছরের পথ প্রদর্শক, দুর্দশাগ্রস্থ মানুষের একান্তই সহায়ক ও নূরের কোরআন শরীফ বাবা শামসুল হুদা দ্বীনে মোহাম্মদ (সঃ) প্রচারক গোলাম মর্তুজা’র আস্তানায় হজরত ঈশা (আঃ) পবিত্র শুভ জন্মদিনে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। শুভ বড়দিন উপলক্ষে আস্তানাকে বর্নিল আলোক সাজ্জায় সজ্জিত করা হয়। উক্ত শুভ জন্মদিনে, মিলাদ ও দোয়ার মাহফিল পরিচালনা, ইসলাম ও দ্বীনের আলোকে ভক্তকুলের সম্মুখে আলোচনা করেন প্রচারক, গুরু গোলাম মর্তুজা। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রুদ্রবার্তা ও রুদ্রকন্ঠ পত্রিকার সম্পাদক মো. শাহআলম তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সাউদ বিপ্লব, নেওয়াজ শরিফ পাঠান, মোহাম্মদ আলী, কবির হোসেন, মো. সাত্তার, নূর মোহাম্মদ (মাস্তান), মো. রিপন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দ, আশেকান ধর্মপ্রাণ মুসলমানগন ধৈর্যের সহিত গুরু গোলাম মর্তুজা’র মুখে বয়ান শোনেন এবং মাহফিল শেষে সকলেই তবারক গ্রহণ করে।