নারায়ণগঞ্জের জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
ফল ঘোষণার পরপর উচ্ছ্বাসে মেতে উঠেন ও আনন্দ মিছিল করেন বিজয়ি প্রার্থীদের কর্মী সমর্থরা।
ঘোষণা অনুযায়ি ১নং ওয়ার্ডে (সিটি কর্পোরেশন এলাকা) দুই প্রার্থী সমান সামান ভোট পেয়েছেন মজিবুর রহমান ও জাহাঙ্গীর আলম। তারা দুজন ১৫টি করে ভোট পেয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি আলাউদ্দিন পেয়েছেন ৩ ভোট। ২ নং ওয়ার্ডে জয়ী হয়েছেন ধামগড়ের সাবেক চেয়ারম্যান মাসুম আহমেদ। তিনি পেয়েছেন ৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫৮ ভোট। ৩ নং ওয়ার্ডে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোস্তাফিজুর রহমান মাসুম পেয়েছেন ৪৯ ভোট।
সংরক্ষিত নারী কোটায় জয় পেয়েছেন সাদিয়া আফরিন। বই প্রতিকে তিনি ভোট পেয়েছেন ১২৬ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাসরিন আক্তার হরিণ প্রতিকে পেয়েছেন ৪৮ ভোট। সংরক্ষিত নারী সদস্য আরেকটি পদে রূপগঞ্জের মহিলা আওয়ামী লীগ নেত্রী শিলা রানী পাল নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির জেলা সভাপতি চন্দন শীল। এছাড়া চার নং ওয়ার্ডে (আড়াইহাজার) মো. আলাউদ্দিন (আওয়ামীলীগ)ও পাচঁ নম্বর ওয়ার্ডে (রূপগঞ্জে) আনসার আলী (আওয়ামীলীগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন। আজ বাকী ৩ জন সদস্য ও সংরক্ষিত কোটায় দুজন সদস্য নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলো।
এদিকে দুপুর সাড়ে বারোটার সময় নগরী প্রিপ্রারেটরি স্কুল কেন্দ্রে কাউন্সিলরদের সাথে নিয়ে ভোট দিতে আসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী । ১নং ওয়ার্ডে (সিটি কর্পোরেশন এলাকা) নিবাচনে ভোটের ফলাফল ট্রাই হওয়ার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মতিউর রহমান বলেন, নির্বাচনী বিধি অনুযায়ী দুই প্রার্থীর ভোটের সংখ্যা সমান সমান হওয়ায় লটারির মাধ্যমে ফলাফল নির্ধারন করা হবে।
উল্লেখ্য, চেয়ারম্যান ব্যতীত পাঁচটি সাধারণ সদস্য ও দুটি সংরক্ষিত নারী সদস্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা পরিষদ গঠিত। মোট ভোটার ৬১০ জন জনপ্রতিনিধি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা এ নির্বাচনে ভোট দিয়েছেন। গত ১ সেপ্টেম্বর ঘোষিত জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী সোমবার অনুষ্ঠিত নির্বাচনে পাঁচটি কেন্দ্রের ১০টি কক্ষে ভোট গ্রহণ করা হয়।