শহর সংবাদদাতা: সারাদেশে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে এবং বিএনপির সমাবেশে পুলিশের গুলিবর্ষণে ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল রহিম নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। মঙ্গলবার (০২ আগষ্ট) দুপুরে শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ও সদর থানা ছাত্রদলের সদস্য সচিব শাহ্ মোয়াজ্জেম হোসেন খান লিংরাজ (লিংরাজ খান)’র নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের দেওভোগ আখড়ার মোড় হতে শুরু করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে লিংরাজ খান বলেন, বিদ্যুতের দাবিতে সারা দেশে বিক্ষোভ হচ্ছে। এটা জনগণের দাবি। এটা সরকারের পরিবর্তনের কোনো আন্দোলন বা কর্মসূচি ছিল না। সেটাকেই তারা সহ্য করতে পারছে না। সেখানে তারা বিনা উস্কানিতে গুলি করেছে, আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে, হত্যা করেছে। আগামীতে এক একটা হত্যার বদলা নেয়া হবে।
তিনি বলেন, অবৈধ সরকারের পতন ঘটিয়ে আমার নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি জাকির খানের নেতৃত্বে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে প্রয়াত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমসহ বিগত দিনে খুন ও গুম হওয়া হাজারো নেতাকর্মীদের রক্তের ঋণ শোধ করা হবে। পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই, ক্ষমতা চিরস্থায়ী না। আপনারা যার নির্দেশে গুলি করেছেন, একদিন সে গুলির হিসাব দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ১৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আলিফুল ইসলাম সীমান্ত, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ সানি, সহ-সভাপতি মো: সানজিদ, সাংগঠনিক সম্পাদক মো: সাকিব, প্রচার সম্পাদক মো: মোহাইমিনুল, ১৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল আল মামুন সাদিক, সিনিয়র সহ-সভাপতি চাহাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন, ১৮ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো: জিদান প্রমূখ।