দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরে মোট ভোটার সংখ্যা ১০ লাখ ৭৯ হাজার ৪০৮ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ছিল ৮ লাখ ৬১ হাজার ১০৮ জন। এবার জেলায় ২ লাখ ১৮ হাজার ৩০০ ভোটার বেড়েছে। আসন ভিত্তিক ভোটার হিসাব করলে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে ৩ লাখ ৬৩ হাজার ৩৪৯ জন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ৩ লাখ ৮২ হাজার ৩৬৬ জন, শরীয়তপুর-৩ (ডামুড্যা, গোসাইরহাট, ভেদরগঞ্জ) আসনে ৩ লাখ ৩৩ হাজার ৬৯৩ জন ভোটার রয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) দুপুরে শরীয়তপুর জেলা নির্বাচন অফিসার মো. আবদুল মান্নান ঢাকা পোস্টকে এসব তথ্য জানিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শরীয়তপুর-১ আসনে ২টি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন রয়েছে। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে মোট ভোটার ছিল ২ লাখ ৯৬ হাজার ১৯ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটির ৩ লাখ ৬৩ হাজার ৩৪৯ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখন ৯০ হাজার ৪০৮ জন, নারী ১ লাখ ৭২ হাজার ৯১০ জন ও তৃতীয় লিঙ্গের ১১ জন রয়েছে। এসব ভোটাররা ১৩৫টি ভোটকেন্দ্রের ৪৭৮টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। আসনটিতে অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪৪টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ৬৭ হাজার ৩৩০ জন ভোটার বেড়েছে।
শরীয়তপুর-২ আসনে একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়ন রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে মোট ভোটার ছিল ৩ লাখ ৯ হাজার ৪৬৮ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটির ৩ লাখ ৮২ হাজার ৩৬৬ জন ভোটারের মধ্যে পুরুষ ১ লাখ ৯৯ হাজার ৪১৩ জন, নারী ১ লাখ ৮২ হাজার ৯৫১ জন ও তৃতীয় লিঙ্গের ২ জন রয়েছে। এসব ভোটাররা ১৩৩টি কেন্দ্রের ৯০১টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন। আসনটিতে অস্থায়ী ভোট কেন্দ্রের সংখ্যা ১টি, কক্ষের সংখ্যা ৮১টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ৭২ হাজার ৮৯৮ জন ভোটার বেড়েছে।
শরীয়তপুর-৩ আসন তিনটি পৌরসভা ও ২৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে মোট ভোটার ছিল ২ লাখ ৫৪ হাজার ৭০৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটির মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭২ হাজার ৭৩৯ জন, নারী ১ লাখ ৬০ হাজার ৯৫২ জন ও তৃতীয় লিঙ্গের ২ জন রয়েছে। আসনটির ভোটাররা ১১০টি কেন্দ্রের ৬৬৫টি কক্ষে ভোট প্রয়োগ করতে পারবেন। আসনটিতে অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৪৮টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে ৭৮ হাজার ৯৮৬ জন ভোটার বেড়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী ইকবাল হোসেন অপু নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৭২ হাজার ৯৩৯ ভোট পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. তোফায়েল আহমেদকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। হাতপাখা প্রতীকের প্রার্থী মো. তোফায়েল আহমেদ পেয়েছিলেন ১ হাজার ৪২৭ ভোট।
শরীয়তপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী একেএম এনামুল হক শামীম নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৭৩ হাজার ১৭১ ভোট পেয়ে জাতীয় ঐক্যফ্রন্ট সমর্থিত বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুর রহমান কিরণকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুর রহমান কিরণ পেয়েছিলেন ২ হাজার ২১৩ ভোট।
শরীয়তপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী নাহিম রাজ্জাক নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৭ হাজার ২২৯ ভোট পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আবু হানিফ মিয়াকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। হাতপাখা প্রতীকের প্রার্থী আবু হানিফ মিয়া পেয়েছিলেন ২ হাজার ৭৩৫ ভোট।