মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শফিআলম সিদ্দিকে দীর্ঘদিন হয়রানি করছে মাদক ব্যবসায়ী কাউসার থানায় অভিযোগ

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ১০.৪৫ পিএম
  • ৯ বার পড়া হয়েছে

বন্দর থানা ধীন সাজী (দিঘলদী)এলাকার বাসিন্দা শফি আলম সিদ্দিক দীর্ঘ দিন ধরে হয়রানীর করছে একই এলাকার চিন্তিত মাদক ব্যবসায়ী কাউছার। শফি আলম সিদ্দিক বলেন আমার পাড়া প্রতিবেশি কাউসার। আমি গত ২ বছর পূর্বে বন্দর থানাধীন সাব্দী গ্রামের জনৈক ও তার নিকট হইতে ১০ শতাংশ জমি ক্রয় করিয়া ঘর বাড়ি নির্মান করে বসবাস করে আসিতেছি।ঘটনার পূর্ব শত্রুরতার জের ধরে কাউসার আমাকে আমার ক্রয়কৃত জমি থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে পায়তারা ও হয়রানি করে আসছে। প্রায় সময় আমার ব্যবহৃত মোবাইল ফোনে হুমকি দিয়ে থাকে এবং আমাকে বলে তুই তোর বাড়িঘর ছেড়ে এইখান থেকে চলে যা না হইলে আমি লোকজন দিয়ে তরে উচ্ছেদ সহ তর ঘর বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে তরে সহ তর পরিবারের লোকজনদের খুন করবো।২৮ অক্টোবর ২৪ইং তারিখে আমি সাব্দী বাজার হইতে বাড়িতে ফেরার পথে বিকালে দিঘলদী স্কুলের পিছনে রাস্তয় পৌছামাত্র কাউসার সহ তার সাঙ্গপাঙ্গোরা আমাকে দেখিয়া অকথ্য ভাষায় গালমন্দ করে।এবং আমাকে বলে তুই তোর পরিবার নিয়ে বাড়িঘর ছেড়ে চলে যা না হইলে তোর বড় ধরনের ক্ষতি হবে। তখন আমি প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী কাউসার আমাকে মারপিট করার জন্য উদ্যত হয় এবং প্রকাশ্যে দিবালকে সময় সুযোগমত পাইলে আমাকে সহ আমার পরিবারের লোকজনদের খুন জখম করবে বলে হুমকি প্রদান করিয়া চলে যায়। ঘটনার বিষয়ে এলাকার গনামাম্য ব্যাক্তিদের অবহিত করিলে তাহারা আমাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ প্রদান করেন।এলাকাবাসী বলে, কাউসার একজন মাদক ব্যবসায়ী ও নারীদের সাথে অপকর্ম চালিয়ে যাচ্ছে। কাউসার খুব খারাপ প্রকৃতির লোক। প্রকাশ্যে হুমকির কারণে আমি সহ আমার পরিবারের লোকজন চরম নিরাপত্ত হীনতায় ভুগিতেছি। ঘটনার বিষয়ে পরিবারের লোকজনদের সাথে আলোচনা বন্দর থানায় লিখিত অভিযোগ করি।শফি আলম সিদ্দিক আরো বলেন আমি যে বাড়িটি এখন তৈরি করে বসত করেছি সেটা ছিলো কাউসারের মাদকের আখড়া,সে এখানে সব অপক্রম করতো নির্জন স্থান পেয়ে সে এই জায়গায় মাদকের হাট বাসাতো তাই এখন আমি সেখানে বসত বাড়ি করার কারনে তার মাদকের স্পষ্ট বন্ধ হয়ে গেছে।সেই খুবে আমার উপর তার আক্রোশ।তিনি আরো বলের আপনারা বিষয়টি বিশ্বাস না করলে আপনারা এলাকাবাসীর কাছে জানতে পারবেন কাউসার একজন মাদকের ডিলার এমন কোন অপক্রম নাই সে না করছে এই বাড়িতে।তাই আমার নামে মিথ্যা কথা রটানো শুরু করে আমাকে নানা ভাবে হয়রানি করে আসছে কাউসার দীর্ঘ দিন।বিষয়টি বন্দর থানা অফিসার ইনচার্জ দেখে কাউসারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে আশা করেন ভুক্তভোগী শফি আলম সিদ্দিক এর পরিবার ও এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort