আন্তঃনগর ট্রেন ‘লালমনি এক্সপ্রেস’-এ বুধবার (১৭ জানুয়ারি) সকালে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় ট্রেনটির অ্যাটেনডেন্ট আক্কাস আলী নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিক্ষার্থীকে মেডিক্যাল টেস্টের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া, পুলিশ বাদী হয়ে লালমনিরহাট রেলওয়ে থানায় মামলা করেছে।
গ্রেপ্তারকৃত আক্কাস আলী বরিশাল সদর উপজেলার পতাং এলাকার বজলু গাজীর ছেলে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে রেলওয়ে পুলিশ নিশ্চিত করেছে।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত ১২টার পর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছাড়ে। মধ্যরাতে জয়দেবপুর রেল স্টেশন ভুক্তভোগী শিক্ষার্থী লালমনি এক্সপ্রেসে উঠে পড়ে। মূলত ময়মনসিংহ যাওয়ার জন্য জয়দেরপুর স্টেশনে অবস্থানরত ওই শিক্ষার্থী ভুলবশত লালমনি এক্সপ্রেসে উঠে পড়ে। চেকিংয়ের সময় ওই শিক্ষার্থীর কাছে টিকিট না পাওয়ায় অভিযুক্ত অ্যাটেনডেন্ট তাৎক্ষণিকভাবে তাকে একটি সিটে বসিয়ে দেন। এরপর সকাল ৮টার দিকে ট্রেনের ‘খ’ বগির ৭ নম্বর কেবিনে নিয়ে অভিযুক্ত অ্যাটেনডেন্ট ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন। মেয়েটির কান্নার শব্দে ট্রেনে থাকা পুলিশ সদস্যরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে এবং অভিযুক্ত আক্কাস আলীকে গ্রেপ্তার করে।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। রেলওয়ে থানার এএসআই রুহুল আমিন বাদী হয়ে মামলাটি করেছেন। আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মেডিক্যাল টেস্টের জন্য ভুক্তভোগীকে হাসপাতালে পাঠানো হয়েছে।