বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি : অসহায় মানুষের সেবা মুলক কার্যক্রমে পরিচালিত বন্দরের মালিবাগ এলাকায় অবস্থিত রৌশন আনোয়ার ফাউন্ডেশন। এ প্রতিষ্ঠানটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। গতকাল শনিবার সকালে ফাউন্ডেশনের সামনে ত্রান বিতরণ করা হয়েছে। এর আগে মাহে রমজান উপলক্ষে স্থানীয় ১৭টি মসজিদ ও ৩ টি এতিমখানা হাফেজিয়া মাদ্রাসা বাড়ির আশপাশের ৪শ পরিবার সহ আড়াই হাজার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
রৌশন আনোয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেনের মেজো ছেলে অধ্যাপক শওকত হোসেনের তথ্যবধানে বন্দর উপজেলা সহ পাশ্ববর্তী সোনারগাঁও উপজেলার ব্রহ্মপূত্র নদের পূর্ব পাড় কয়েকটি মসজিদের সৌন্দর্য বর্ধন, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং শিক্ষার্থীদের খাদ্য সহায়তা চলমান। এছাড়াও স্থানীয় বেকার জনগোষ্ঠীকে ক্ষুদ্র ব্যবসায় আর্থিক সহায়তা, ধর্মীয় ও সামাজিক কাজে সহায়তা সহ প্রতি বছর ঈদুল ফিতরে হাজারো অস্বচ্ছল, অসহায় ও গরিব দুস্থ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করে আসছেন। তিনি একটি বেসরকারি কলেজের অধ্যাপক। তার চার ভাইয়ের মধ্যে ইমরুল কায়েস ইমন ও ফেরদৌস জাপান প্রবাসী, মাসুদ ইতালি ও মঞ্জু লন্ডন প্রবাসী। তাদের পাঠানো অর্থায়নে বড় ভাই অধ্যাপক শওকতের তথ্যবধানে রৌশন আনোয়ার ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।