রুদ্রবার্তা২৪.নেট: রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর শুরু হয়েছে। বুধবার (৪ আগস্ট) দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গ থেকে লাশ হস্তান্তর শুরু হয়।
এ বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপ-মহাপরিদর্শক ইমাম হোসেন জানান, অগ্নিকাÐে নিহত ৪৮ জনের মধ্যে এ পর্যন্ত ফরেনসিক রিপোর্টে ৪৫ জনের লাশ শনাক্ত করা সম্ভব হয়েছে। আজ ২৪ জনের লাশ হস্তান্তর করা হবে, বাকি ২১ জনের লাশ আগামী শনিবার হস্তান্তর করা হবে।
এর আগে গত ৮ জুলাই রূপগঞ্জে হাসেম ফুডস কারখানায় আগুনে পুড়ে ৫২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে কারখানার মালিক আবুল হাসেম, তাঁর চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় গত ১০ জুলাই আবুল হাসেম, তাঁর চার ছেলেসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে হাসেম ও তাঁর চার ছেলে জামিনে মুক্তি পান।