নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮ কেজি গাঁজাসহ মো. আব্দুল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটককৃত মো. আব্দুল্লাহ রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নামাপাড়া পশ্চিমগাঁও এলাকার আবু তালেবের ছেলে।
সোমবার (১৩ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক ইকবাল আহমেদ দীপু বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
এরআগে রবিবার দিবাগত রাতে উপজেলার পশ্চিমগাঁও কেন্দ্রীয় মিনার মসজিদ সংলগ্ন সেবা এন্টারপ্রাইজ এর সামনে পাকা রাস্তার উপর থেকে ওই গাঁজাসহ তাকে আটক করা হয়।
জানাগেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জয়নুল আবেদীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি মো. আব্দুল্লাহর কাছে থাকা সিনথেটিক বাজারের ব্যাগের ভেতর তল্লাশি করে দুইটি পলিথিনে মোড়ানো পোটলায় প্রতিটি পোটলায় ২কেজি করে সর্বমোট ৮কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা।