
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় ২৬ (নভেম্বর) বুধবার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (UNO) মোঃ সাইফুল ইসলাম।
সভায় রূপগঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপস্থিত অতিথিরা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন। এলাকার অপরাধ প্রবণতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উপস্থিত ছিলেন রূপগঞ্জ সহকারী কমিশনার ভূমি, মারজান রহমান , রুপগঞ্জ থানার তদন্ত অফিসার মুক্তার , উপজেলা , রুপগঞ্জ ক্যাম্পের , কমেন্ডার, আবরার আইমিন সুলতানা,সহ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৃন্দ।
সভায় বলেন, “আমরা মাদক এবং সন্ত্রাস বিরোধী অভিযানে যথাযথ কাজ করে যাচ্ছি। আপনাদের সহযোগিতা ও সচেতনতাই আমাদের অভিযানকে আরো শক্তিশালী করবে। এলাকার জনগণকে সামাজিকভাবে সচেতন ও সহযোগিতার মাধ্যমে প্রশাসনকে কার্যকরভাবে সহায়তা করতে হবে।”
এ সভার আরো বলেন ভূমিকম্প নিয়ে আমাদের সচেতন হতে হবে সবার, এ মাধ্যমে রূপগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিকট নিরাপত্তা নিশ্চিতকরণের একত্রিত প্রচেষ্টা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় অংশগ্রহণকারী সকলেই এলাকার নিরাপত্তা বিষয়ক নানা মতামত তুলে ধরেছেন এবং স্থানীয় প্রশাসনের সাথে একসঙ্গে কাজ করার দৃঢ় সংকল্প অঙ্গীকার করেন।
এ ধরনের সভা স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করবে।