স্টাফ রিপোর্টার : প্রভাব বিস্তার, শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরন, অনিয়ম ও দুর্ণীতির কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে পদত্যাগ করতে বাধ্য হন রূপগঞ্জের ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে পদত্যাগ করা ওই শিক্ষকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ১০-১২জন শিক্ষার্থী স্থাণীয় বহিরাগত লোকজন নিয়ে স্কুলের ভিতরে আন্দোলনের চেষ্টা করেন। এর আগে সকাল ১০টায় অনুষ্ঠিতব্য দশম শ্রেণির প্রি-টেস্ট পরীক্ষার্থীদের ভয়ভীতি ও গালিগালাজ করে ক্লাস রুম থেকে বের করে দেয়। এতে কোনো শিক্ষার্থী ওই পরীক্ষা দিয়ে দেয়নি অর্থের বিনিময়ে বখাটে কিছু শিক্ষার্থী।
রূপগঞ্জ উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন জানান, গত ১৮ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র ও ভুলতা স্কুলের শিক্ষার্থীরা আন্দোলনের মুখে প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মোল্লা পদত্যাগ করেন। এর পর থেকে বিদ্যালয়ের বিরুদ্ধে নানা চক্রান্ত শুরু করেন তিনি। এলাকার লোকজনসহ স্কুলের শিক্ষার্থীদের টাকা দিয়ে আন্দোলনসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে আব্দুল আউয়াল মোল্লা। মঙ্গলবার সকাল ১০টার দিকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষা দেয়া শুরু করলে শিক্ষার্থীদের ৬-৭জন শিক্ষার্থী অকথ্য ভাষায় গালিগালাজ ও মেয়েদের অশ্লীল কথাবার্তা বলে বের করে দেন। এ নিয়ে হট্টগোল সৃষ্টি হলে পরীক্ষা স্থগিত করা হয়।
খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারিকুল আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া বিদ্যালয়ে আসেন। এ সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে বিষয়টি শান্ত করেন। এক পর্যায়ে আব্দুল আউয়াল মোল্লার চক্রান্তের বিষয়টি বেরিয়ে আসে। তিনি স্থাণীয় কিছু লোকজনকে টাকা দিয়ে আন্দোলন করার জন্য বলেন। গত কয়েকদিন ধরে আউয়াল মোল্লা উপজেলা পরিষদ চত্বরে ঘোরাফেরা করছে বলেও প্রচারণা রয়েছে। তাছাড়া আব্দুল আউয়াল মোল্লা স্কুলের ভিতরে কেন্টিন, টেইলার্স ভাড়া দিয়ে টাকা পকেটস্থ করেছেন। তাছাড়া একটি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করে হাতিয়ে নিয়েছেন টাকা। বিদ্যালয়ের আয়ের প্রায় ১৯ কোটি টাকা নয়ছয় করেছেন বলেও জানা গেছে।
জানা গেছে, রূপগঞ্জের প্রানকেন্দ্র ভুলতা এলাকা। আর সেখানে অবস্থিত ভুলতা স্কুল অ্যান্ড কলেজ। স্কুলে প্রভাব বিস্তার করতে অনেকেই উঠে পড়ে লেগেছে। প্রভাব বিস্তার, শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরন, অনিয়ম ও দুর্ণীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা।
অভিযোগ উঠেছে, অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা, উমা ম্যাডাম, আক্তার মোল্লা, গত স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে জোরপুর্বক ও স্বাক্ষর জাল করে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আউয়াল মোল্লা কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আলোচনা-সমালোচনার সৃষ্টি হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল বলেন, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা পদত্যাগ করেছেন। তার বিষয়টি চুড়ান্ত করতে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হচ্ছে। তাছাড়া আন্দোলন সংগ্রাম করে কোনো লাভ হবে না। আউয়াল মাষ্টার পুনরায় বিদ্যালয়ে প্রবেশের কোনো সুযোগ নেই