বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

রূপগঞ্জে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪, ১১.৩৯ এএম
  • ২৮ বার পড়া হয়েছে

রূপগঞ্জে অভিযান চালিয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ও মৈষটেক এলাকায় এ উচ্চেদ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান, তিতাস গ্যাস সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাংগীর আলম, ব্যবস্থাপক প্রকৌশলী সৈয়দ আনোয়ারুল আজিম, প্রকৌ. সৈয়দ তাফহিম , উপ-সহ: প্রকৌ. শাহীনুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ। এসময় অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাংগীর আলম বলেন, গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া ও মৈষটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসময় প্রায় দেড় কিলোমিটার পাইপ ও দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে অবৈধ রাইজার ও নিম্নমানের বিভিন্ন ফিটিংস পাইপ খুলে নেওয়া হয়। এসময় ২ ইঞ্চি ও ১ ইঞ্চি ডায়া বিশিষ্ট ৭,শ ফিট পাইপ জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort