ভারতের প্রতিরক্ষামন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়া থেকে ডিসকাউন্ট মূল্যে তেল কেনার বিষয়টির পক্ষে কথা বলেছেন। শুক্রবার গ্লোবসেক ব্রাতিসলাভা ফোরামে এস জয়শঙ্কর নিরপেক্ষ হওয়ার আহ্বান জানান। তিনি জিজ্ঞেস করেছেন, ভারতের তেলের অর্থ দিয়েই কি শুধু রাশিয়া যুদ্ধের টাকার যোগান দিচ্ছে?
এ ব্যাপারে জয়শঙ্কর বলেন, রাশিয়ার গ্যাস কেনা কি যুদ্ধের টাকা যোগান দিচ্ছে না? নাকি শুধু ভারতের অর্থ এবং যে তেল ভারতে আসছে সেগুলো যুদ্ধের অর্থ দিচ্ছে?গ্যাস কি অর্থের যোগান দিচ্ছে না? দয়া করে এখানে একটু নিরপেক্ষ হন। এদিকে পশ্চিমাদের বারণ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে ভারত। শুধু তাই নয় ভারত ডিসকাউন্ট মূল্যে তেল কেনার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। জয়শঙ্কর নিশ্চিত করেছেন, ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে রাশিয়ার তেল আমদানি নয় ভাগ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনাও করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, যদি ইউরোপ, পশ্চিমা ও যুক্তরাষ্ট্র এতোই চিন্তিত থাকে তাহলে কেন তারা ইরানিয়ান তেল বাজারে আসতে দিচ্ছে না? কেন তারা ভেনেজুয়েলার তেল বাজারে আসতে দিচ্ছে না? আমাদের তেলের অন্যন্য যেসব সূত্র আছে তারা সব চেপে রেখেছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ঠিক পর পরই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য এলো।
রাশিয়ার তেল কেনার ব্যাপারে জয়শঙ্কর বলেন, আমরা লোকদের পাঠিয়ে বলিনা যাও রাশিয়ার তেল কিন। আমরা লোকদের সেখানে পাঠাই বলি যাও তেল কিন। তো বাজারে যে সেরা তেল আছে আপনি সেটা কেনেন। আমি মনে করিনা এটির সঙ্গে কোনো রাজনৈতিক বার্তা জড়িয়েছি।