নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আরও ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও সংরক্ষতি কাউন্সিলর পদে ৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিসের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন তারা। এ ছাড়াও একই দিন কাউন্সিলর পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এনিয়ে গত ৫ ডিসেম্বর থেকে বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) পর্যন্ত নির্বাচনে অংশ নিতে মোট ১৯১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৫০জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
বৃহস্পতিবার মেয়র পদে মনোনয়ন সংগ্রহকারী ৩ জন হলেন- জয় বাংলা নাগরিক কমিটি মনোনীত প্রার্থী কামরুল ইসলাম বাবু, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবিএম সিরাজুল মামুন এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী মোহাম্মদ জসিম উদ্দিন।
এর আগে মেয়র পদে আরও ৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন- বর্তমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাড. সাখাওয়াত হোসেন খান, এটিএম কামাল, বাংলাদেশ কল্যাণ পার্টি মনোনীত প্রার্থী মো. রাশেদ ফেরদৌস সোহেল মোল্লা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।
সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ১৬ জানুয়ারি। এবারের নির্বাচনে শতভাগ ইভিএমএ ভোট গ্রহণ হবে।
জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) মোট ওয়ার্ড সংখ্যা ২৭টি। এতে ২৭ জন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর ৯জন এবং মেয়র পদে ১ জন নির্বাচিত হবেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৯ হাজার ৮৩৪, মহিলা ২ লাখ ৫৭ হাজার ৫১৯ ও তৃতীয় লিঙ্গের ৪ জন ভোটার। ভোট গ্রহনের জন্য মোট কেন্দ্র রয়েছে ১৮৭টি এবং এর মধ্যে ভোট কক্ষ ১৩০১টি। এছাড়া অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা ৯৫টি। এবার নতুন ভোটারের অধিকাংশই তরুন।
এবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান, বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল কাদির, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খাতুন, সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফ-উর-রহমান, লালবাগ থানা কার্যালয়ের নির্বাচন কর্মকর্তা মোসা. মাহাফুজা আক্তার, আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল আজিজ, ডেমরা থানা নির্বাচন কর্মকর্তা আল-আমিন।
এছাড়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে আপিল মিমাংসার জন্য আপিল কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।