বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘অবাধ সুষ্ঠু নির্বাচনসহ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে’ ফতুল্লায় কথিত বিএনপি নেতার হামলায় সাংবাদিকসহ আহত ৩ সোনারগাঁয়ে রাস্তায় পড়ে রইল সরকারি ওএমএস চালের বস্তা, চাঞ্চল্য ডেঙ্গু মশা প্রতিরোধে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটাচ্ছে- আবু জাফর আহমেদ বাবুল রূপগঞ্জে স্কুল শিক্ষার্থী রেদুয়ান’র চোখ উপড়ে ফেলেও সন্ত্রাসী রিফাত গং থেমে নেই, উল্টো মামলা তুলতে ভয়ভীতি প্রদর্শন যা ভালো লাগে তাই করতে চাই : ভাবনা রিয়ালের দুর্ভেদ্য প্রাচীর ভেঙে লিভারপুলের উৎসব নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি নাদিম গ্রেপ্তার রূপগঞ্জে বিদেশি অস্ত্র ও বিপুল মাদক উদ্ধার, গ্রেপ্তার ১

মেসির গোলের পরও ২০২৪ এর পুনরাবৃত্তির শঙ্কায় মিয়ামি-শিবির

  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ১২.৩৭ পিএম
  • ৬ বার পড়া হয়েছে

এমএলএস কাপের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসির কাছে ২-১ গোলে হেরে গেছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ম্যাচের ৮৯তম মিনিটে মেসির গোল হারের ব্যবধান কমালেও জয় ফিরিয়ে আনতে পারেননি তিনি।

শনিবার টেনেসির বৃষ্টিভেজা জিওডিস পার্কে এই ম্যাচে প্রথমার্ধেই নিয়ন্ত্রণ নেয় ন্যাশভিল। স্যাম সারিজ ও জশ বাওয়ারের গোলে বিরতিতে ২-০ তে এগিয়ে ছিল স্বাগতিকরা।

ম্যাচের নবম মিনিটেই সারিজ পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির ঠিক আগে জশ বাওয়ার হানি মুখতারের কর্নার থেকে চমৎকার এক শটে ন্যাশভিলের ব্যবধান বাড়ান।

দ্বিতীয়ার্ধে মিয়ামি ম্যাচে ফেরার চেষ্টা করে। লুইস সুয়ারেজের ৬৬ মিনিটে কাছ থেকে মারা শট ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস দারুণভাবে ঠেকান। এরপর ইয়ান ফ্রের শটও গোললাইন থেকে ফিরিয়ে দেয় প্রতিপক্ষ ডিফেন্স।

শেষ মুহূর্তে মেসি জ্বলে উঠেন। ৮৫ ও ৮৬ মিনিটে দুইবার গোলের কাছাকাছি গিয়েও ব্যর্থ হন তিনি। অবশেষে ৮৯তম মিনিটে রদ্রিগো দে পলের পাস থেকে বক্সের ডান দিক থেকে বাঁ-পায়ের জোরালো শটে জাল খুঁজে পান মেসি। এটি ছিল তার মৌসুমের সেরা গোলগুলোর একটি।

তবে তাতে আর লাভ হয়নি। ম্যাচ শেষে ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ন্যাশভিল।

এটি ছিল গত মে মাসের পর মিয়ামির বিপক্ষে ন্যাশভিলের প্রথম জয়। এর আগে টানা ১০ ম্যাচ জয়ের মুখ দেখেনি দলটি।

আগের ম্যাচে মেসির জোড়া গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল ইন্টার মিয়ামি। কিন্তু এখন সিরিজ ১-১ সমতায়, তাই ফ্লোরিডায় হবে তৃতীয় ও শেষ ম্যাচটি।

গত মৌসুমের মতো এবারও একই পরিস্থিতিতে পড়েছে মিয়ামি। ২০২৪ এমএলএস কাপেও প্রথম ম্যাচ জিতে বাকি দুই ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারও সেই ভুল না করার চ্যালেঞ্জ মেসিদের সামনে।

সিরিজের জয়ী দল মুখোমুখি হবে কলম্বাস বা সিনসিনাটির। সিনসিনাটি ইতিমধ্যেই ১-০ তে এগিয়ে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort