মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে একটি হলিডে পার্টিতে বন্দুক হামলায় ১২ জন নিহত হয়েছেন। আসন্ন বড়দিন উৎসবকে সামনে রেখে ওই পার্টির আয়োজন করা হয়েছিল।
সোমবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে রোববার এই হামলার ঘটনা ঘটে বলে মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে। সেসময় সশস্ত্র গোষ্ঠী সদস্যরা পোসাদা নামে ঐতিহ্যবাহী মেক্সিকান পার্টিতে যোগদানকারীদের ওপর গুলি চালায়।
গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল অফিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছে, হামলায় ১২ জনকে হত্যা করা হয়েছে। পোস্টে ঘটনার কোনো আর কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
গুয়ানাজুয়াতো প্রদেশটি অটোমোটিভ ও অ্যারোনটিক্স শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে।