প্রথম ইনিংসের শেষে জয়-পরাজয়ের সমীকরণ নেই। উত্তাপও তাই থাকে না খুব একটা।
তবুও শেরে বাংলায় ছড়ালো অদ্ভূত এক রোমাঞ্চ। মেহেদী হাসান মিরাজ কি পারবেন? জেতাবেন কি না ওই প্রশ্ন বহু দূরের পথ তখনও।
মিরাজের মুগ্ধতায় ভরানো ইনিংস শার্দুল ঠাকুরের করা শেষ বলে খুঁজে পেল তিন অঙ্ক।
ফ্লাডলাইটের জ্বলজ্বলে আলোর নিচে দৌড়ালেন বাংলাদেশের ক্রিকেটের তারা। উচ্ছ্বাস, আনন্দ, উল্লাসে তিনি নিজে ভাসলেন; ভাসালেন স্লোগানে মুখর হয়ে থাকা গ্যালারিকেও। মিরাজের দর্শকদের পয়সা উসুল করা ইনিংসের পর বোলারদের কাজটুকু ঠিকঠাক করতে হতো কেবল; তারা করলেন, বাংলাদেশ জিতল সিরিজ।